বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প এর সহযোগিতা তারাকান্দায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ খামারবাড়ি উপ পরিচালক কৃষিবিদ মো: মতিউজ্জামান। তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ খামারবাড়ি জেলা প্রশিক্ষণ অফিসার ড. নাছরিন আক্তার বানু,তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ খামারবাড়ি অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ তাহমিনা ইয়াছমিন, মুল প্রবন্ধ উপস্থাপক করে উপজেলা কৃষি অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওছার আহমেদ। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ১৪টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোর মাঝে রয়েছে, কৃষি উপকরণ স্টল, কৃষি পণ্য, কৃষি তথ্য কেন্দ্র, মডেল গ্রাম, পারিবারিক সবজি পুষ্টি বাগান, বাইজিত নার্সারী, ভাই ভাই নার্সারী,আশিক নার্সারী, থ্রী স্টার নার্সারী, মায়ের দোয়া নার্সারী, সুরাইয়া নার্সারী, ইস্পাহানি এগ্রো লি:,আইপিএম প্রদর্শনী, জৈব বালাইনাশক, কৃষি যান্ত্রিকীকরণ প্রদর্শনী, কৃষি উদ্যেক্তা স্টল,সেচ সাশ্রয়ী প্রযুক্তি।