নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার বিভাগের তৃনমূল স্তর ৮টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বিগত ২০২২-২০২৩ অর্থ বছরে ২৬৫ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। তথ্য মতে জানা যায়, বিগত ৩০ জুন/ ২০২২ তারিখে উপজেলার ৮টি ইউনিয়নে গ্রাম আদালতে ৬ টি মামলা অনিষ্পন্ন ছিল। ১জুলাই/২০২২ ইং থেকে ৩০জুন/২০২৩ পর্যন্ত ৮টি ইউনিয়ন পরিষদ সমূহের গ্রাম আদালতে ২৬৬টি মামলা দায়ের হয়। এতে সর্বমোট মামলার সংখ্যা ২৭২ টি দাঁড়ায়। এরমধ্যে ২৬৫ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। গ্রাম আদালত চালু হওয়ায় অল্প সময়ে এবং অতি নগন্য খরচে অনেক বড় বড় বিষয় নিষ্পন্ন করা সম্ভব হয়েছে বলে কয়েকজন উপকারভোগী জানান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ বলেন, গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে বড় বড় সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে। এমনকি দীর্ঘ দিন ধরে কিছু সমস্যা চলেই আসছিল, কোন সমাধান হচ্ছিল না। এমন সমস্যাও গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পন্ন করা সম্ভব হয়েছে। তারপরও গ্রাম আদালত সম্পর্কে অনেকেই ততটা অবগত নয়।এরজন্য ব্যাপক প্রচারণা চালানো দরকার। তথ্য সংগ্রহকালে জানা যায়, গ্রাম আদালতের জন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদে এজলাস থাকলেও চেয়ারম্যান ও ইউপি সদস্যগণের এজলাস ব্যবহার করতে অনীহা দেখা যায়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন বলেন, গ্রাম আদালতে স্থাপিত এজলাস ব্যবহার করা দরকার। তাঁরা কেন এজলাস ব্যবহার করতে অনীহা প্রকাশ করেন তা আমার জানা নেই। তাছাড়া ইউনিয়ন পরিষদ সমূহ পরিদর্শনের সময় এজলাস ব্যবহারের জন্য উৎসাহ প্রদান করা হয়ে থাকে। গ্রাম আদালত কে আরো শক্তিশালী করা গেলে থানা এবং কোর্টের মামলা অনেক কমে যাবে বলে সচেতন এলাকাবাসী মনে করছেন।