বগুড়ার সান্তাহারে বিশ্ব ব্যাংকের অথার্য?নে স্থানীয় সরকার কোভিট১৯ রেসপন্স এন্ড রিকোভারী প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর আওতায় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় সান্তাহার হার্ভে মোড় থেকে হার্ভে স্কুল হয়ে কলশা প্রাইমারী স্কুল পর্যন্ত আরসিসি ড্রেন ও রাস্তা নিমার্ণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু ফলক উম্মোচনের মধ্য দিয়ে এই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার নিবার্হী প্রকৌশলী রেজাউর করিম, প্যানেল মেয়র জার্জিস আরম রতন, কাউন্সিলর আলাউদ্দিন, হুমায়ুন কবির বাদশা, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, আব্দুল কুদ্দুস, হাবিবুল আলম, ওয়াহেদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নিসরুল হামিদ ফুতু, পৌরসভার উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, কার্য সহকারী, রফিকুল ইসলাম, মতিউর রহমান ও নিমার্ণ ঠিকাদার জাহিরুল ইসলাম। ২৭৫ মিটার ড্রেন ও রাস্তা নিমার্ণের ব্যয় ধরা হয়েছে ৪৫ লক্ষ ৯১ হাজার টাকা। উদ্বোধনী বক্তব্যে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, করোনাকালীন সময়ে বিশ^ ব্যাংক বিভিন্ন পৌরসভার অবকাঠামো উন্নয়নের অংশ হিসাবে সান্তাহারে অর্থ সহায়তা দিয়েছে। সান্তাহার পৌরসভায় ওই অর্থে দুটি রাস্তা ও ড্রেন নিমার্ণ করার সহায়তা পেয়েছ্ েতিনি এই নিমার্ণ কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।