সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

বরিশালে ৪ দফা দাবী বাস্তবায়নের দাবীতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

ইন্টার্নশীপ বহাল সহ অসংগতিপূর্ন কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইট হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে সতন্ত্র বোর্ড গঠন,কর্মসংস্থান র্সজন এবং দ্রুত নিয়োগ সহ বঙ্গবন্ধুর প্রথম পঞ্চমবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান করার দাবীতে মানববন্ধ বিক্ষোভ করেছে বরিশাল মেডিকেল এ্যাসিস্ট্যান্ট টেনিং স্কুলের সাধারন শিক্ষার্থীবৃন্দ। বৃহস্পতিবার (৭ই) সেপ্টেম্বর সকাল ১১ টায় নগরীর প্রান কেন্দ্র সদররোডে বৈরী আবহাওয়া বৃষ্টির মধ্যে কয়েকশত ছেলে ও মেয়ে চারদফা দাবী বাস্তবায়ন করার দাবীতে দেশব্যাপী ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলনের ২২তম দিনেও বিক্ষোভ করে। এসময় শিক্ষার্থীরা বলেন, ১যুগের বেশি সময় ধরে তাদের কোন নিয়োগ নাই। আমাদের দাবী মেনে নেওয়া না হলে আমরা আর ক্লাসে ফিরে যাব না সেই সাথে পরিক্ষা থেকে সরে এসে আন্দোলন চালিয়ে যাব। তাই আমরা শিক্ষার্থীরা অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে একটি সুস্থ সমাধান চাই। বিক্ষোভ কর্মসূচিতে সাধারন শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ম্যাটস শিক্ষার্থী মোঃ আবু রায়হান,মাসুম বিল্লাহ,সফিকুল ইসলাম শামীম ও আকাশ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com