গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ২৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি এ কৃষি প্রণোদনা বিতরণ করেন। কালীগঞ্জ উপজেলা প্রাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত উম্মে হাফছা নাদিয়া। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোযার হোসোন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, মো. রোহিত হাসান, উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার ১৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণিদের মাঝে বছরব্যাপি করা যায় এমন ২১ ধরনের শাক-সবজির বীজ ও নেট বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-২/মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষানিদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে ৮০ জন কৃষকের প্রতি জনকে বিঘা প্রতি ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, বারি মাশ-৩ জাতের ৫ কেজি মাশকলাই ডাল বিনামূল্যে বিতরণ করা হয়।