বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

ইংল্যান্ডের প্রথম মহিলা রাজকবি ক্যারোল অ্যান ডেফি

হারুন ইবনে শাহাদাত
  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

Not a red rose or a satin heart.
I give you an onion.
It is a moon wrapped in brown paper.
It promises light
like the careful undressing of love.
[The World’s Wife ]
লাল গোলাপ কিংবা রেশমী কোমল হৃদয় নয়,
তোমাকে আমি দিব একটি পেঁয়াজ,
এটি পেপারে মোড়ানো তামাটে চাঁদ
এটি শত শপথের আলোর মত
আমার অনাবৃত ভালবাসাকে সযতনে পর্দায় ঢেকে রাখবে। [পৃথিবীর স্ত্রী ]
ভালবাসার মানুষটির ঠোঁটে পেঁয়াজের গন্ধ মেখে, বিশ্বস্ত রাখার এ প্রয়াসের মধ্য দিয়ে পাশ্চাত্য সমাজের নিখুঁদ ছবি এঁকেছেন ব্রিটিশ মহিলাকবি ক্যারোল অ্যান ডেফি। তিনি গত ১লা মে ২০০৯ ব্রিটিশ রাজকবি (laureate) মনোনীত হয়েছেন। ব্রিটিশ রাজতন্ত্রের ৩শ ৪১ বছরের ইতিহাসে কোন মহিলা কবি এই প্রথম এ বিরল সম্মান লাভ করলেন। ক্যারোল ডেফি ২৩ শে ডিসেম্বর ১৯৫৫ সালে ইংল্যান্ডের স্কটল্যান্ডের গ্লাস্কোতে জন্ম গ্রহণ করেছেন। তার বাবা ফ্র্যাক ডেফি গ্লাস্কোতে বসবাস করেন। ডেফির মা ছিলেন একজন কৃষ্ণাঙ্গ, তিনি ১৯৯৬ সালের ৫ অক্টোবর মারা গেছেন। ক্যারোল  অ্যান ডেফি লিভারপুল বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্র অধ্যয়ন করেন। কবিতাকে তিনি জীবনের একমাত্র অবলম্বন রূপে গ্রহণ করেছিলেন। তিনি স্বাধীন ভাবে লেখালেখি করেছেন,তার স্বাধীনতায় কোথাও বাঁধা পড়েননি। ফ্রিল্যান্স কবি, নাট্যকার ও লেখক হিসেবে যা আয় উপার্জন করতেন, তাই দিয়ে শুধু ভাল ভাবে চলেছেন বললে ভুল বলা হবে, মোটামুটি রাজার হালেই চলে যাচ্ছে তার । কবিতা পত্রিকা (poetry magazine Ambit)এর সাবেক সম্পাদক ক্যারোল অ্যান ডেফি। পত্রপত্রিকায় লেখালেখির পাশাপাশি রেডিও টিভিতে পর্যালোচনা অনুষ্ঠান উপস্থাপনা এবং নাটক লেখার জন্য প্রাপ্ত সম্মানীর অর্থ কবিকে দিয়েছে এমন স্বচ্ছল জীবন। ১৯৯৬ সালে মানচেস্টার মেট্রোপলিটন বিশ্বদ্যিালয় থেকে আহবান আসে, তারা তাকে বিশ্ববিদ্যালয়ের কবিতার ক্লাসগুলোর জন্য প্রভাষক হিসেবে নিয়োগ দেন। ১৯৯৯ সালে তার লেকচারের কপিগুলো সংগ্রহ করে ইমরি বিশ্ববিদ্যালয়ের  রর্বাট ডব্লিউ লাইব্রেরী (Robert W. Woodruff Library of Emory University) এবং  ২০০০ সালে  পাঁচ বছরের জন্য তাকে বিজ্ঞান, প্রযুক্তি এবং শিল্পকলায় অবদানের স্বীকৃতি স্বরূপ৭৫ হাজার পাউন্ডেরও বেশী মূল্যমানের  জাতীয় এন্ডোউমেন্ট (National Endowment ) সম্মাননা প্রদান করা হয়।
মজার ব্যাপার হলো, তাকে এখন থেকে ১০ বছর আগে রাজকবি মনোনীত করার জন্য তার সম্মতি চাইতে লেগে তিনি বলেছিলেন, তার পক্ষে রাজা রাণী এবং রাজপুত্র রাজকন্যাদের কোন অনুষ্ঠানের জন্য তাদের কবিতা লেখা সম্ভব নয়। এবার তিনি রাজি হওয়ার আগে বলেছেন, কবিতা রাজকীয় সুর ও ছন্দ পাবে এটা সত্যি যাদুময় এক অনুভূতি। কিন্তু তাকে যদি রাজকীয় কোন অনুষ্ঠানের জন্য কবিতা লিখতে চাপ দেয়া হয়, তবে তিনি সে মুহূর্তেই পদত্যাগ করবেন। স্কুল জীবন থেকেই তিনি কবিতা লেখা শুরু করেছেন। ১৯৮৩ সালে তিনি ব্রিটিশ জাতীয় কবিতা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন এবং পুরস্কার জিতেন। তিনি তার অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৮২ সালে পেয়েছেন সি ডে লুইস ফেলোশিপ, ১৯৮৪ সালে এরিক গ্লোরি এওয়ার্ড, স্কটিস আর্ট কাউন্সিল এওয়ার্ড, সমরসেট মম এওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার।
ইলা নামের এক কন্যা সন্তানের জননী ক্যারোল অ্যান ডেফির ব্যক্তিগত জীবন পাশ্চাত্যের অত্যাধুনিক জীবনধারা এক জীবন্ত নমুনা। বাইরে চকচকে আর চমৎকার,কিন্তু ভিতরটা সন্দেহ, সংশয়, অবিশ্বাস হতাশায় ভরা। ঠিক যেন ‘চকচক করলেই সোনা হয় না’ এর বাস্তব উদাহরণ। দুনিয়ার জীবনের পরের অন্তত জীবনের দর্শন সম্পর্কে অজ্ঞতার কারণে তাদের সভ্যতা পূর্ণতা পাচ্ছে না। এ সত্য তিনি উপলদ্ধি করেছেন তিলে তিলে নিজেকে পুড়িয়ে। পথ খুঁজছেন প্রতিনিয়ত হয় তো পেয়েও গেছেন, কিন্তু চলতে গেলেই মনে হয়, পথটি বড় অচেনা অজানা। যেমন:’[ৃ] What do I have
to help me, without spell or prayer,
endure this hour, endless, heartless, anonymous,
the death of love? […]’
(Extract from ‘Over’)

তার লেখায় এ সত্য উঠে এসেছে বার বার। তিনি গল্প, নাটক ,কবিতা লেখেছেন। শিশুসাহিত্যেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান।
তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থাবলী:
Fleshweathercock and Other Poems (1974), Fifth Last Song ( 1982),Standing Female Nude  ( 1985),Thrown Voices   (1986) , The World’s Wife (1999), Selling Manhattan   The Oldest Girl in the World   ( 2000),
Feminine Gospels  (2002),শিশুদের লেখা গ্রন্থ: : Underwater Farmyard (2002); Doris the Giant (2004); Moon Zoo (2005); and The Tear Thief (2007). উল্লেখযোগ্য নাটক  Take My Husband (1982), Cavern of Dreams (1984), Little Women, Big Boys (1986) and Loss (1986), সূত্র: ইন্টারনেট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com