বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তায় বিএনপি’র নেতাকর্মীরা মাঠে থাকবেন: মাফরুজা সুলতানা দেনা শোধ না করেই চির বিশ্রামে হৃদয় হামাস ধ্বংসযজ্ঞ থেকে ফিনিক্স পাখির মতোই জেগে উঠবে: খালেদ মেশাল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ দাম নিয়ন্ত্রণে চাল আমদানিতে শুল্ক কমানোর চিন্তা করছে সরকার ‘গণমাধ্যম যোগাযোগে ইসলামী মডেল’ গ্রন্থের মোড়ক উন্মোচন সবপক্ষের সাথে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে : উপদেষ্টা নাহিদ আবরার ফাহাদ হত্যা : বুয়েটে কী ঘটেছিল ৫ বছর আগে স্বৈরাচার আবার পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না : রিজভী

বদলে গেল ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

মালিকানা বদলে গেল ঢাকা ফ্রাঞ্চাইজির। নতুন মালিকানায় নতুন রূপে নতুন নামে দেখা যাবে রাজধানীর দলটিকে। নিউটেক্স গ্রুপের মালিকানায় আগামী মৌসুমে ‘দুর্দান্ত ঢাকা’ নামে মাঠে দেখা যাবে তাদের। দুই মৌসুমের জন্য বিসিবির সাথে চুক্তিবদ্ধ হয়েছে ফ্রাঞ্চাইজিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর মাঠে গড়াবে জানুয়ারিতে। তবে তোরজোড় শুরু হয়ে গেছে এখন থেকেই। দল সাজাতেও শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। তবে বিসিবি’র বহু চেষ্টার পরও মালিকানা ঠিক থাকছে না, এবারো পরিবর্তন হচ্ছে ঢাকার মালিকানা।
বেক্সিমকো গ্রুপ ঢাকার মালিকানা ছাড়ার পর অদল-বদল চলছেই মালিকানায়৷ কখনো দায়িত্ব নিয়েও মাঝপথে ছেড়ে দিচ্ছে কোনো প্রতিষ্ঠান, কখনো আবার বিসিবিকেই দায়িত্ব নিতে হচ্ছে বাধ্য হয়ে। গত আসরে নতুন শুরুর ঘোষণা দিয়েও সমাধান করা যায়নি এই সমস্যার। গত আসরে প্রগতি অটো রাইস মিল লিমিটেডকে ৩ বছরের চুক্তিতে ঢাকার মালিকানা দেয়া হয়েছিল।যদিও ড্রাফটের আগে বিসিবির শর্ত পূরণ করতে পারেনি তারা। ফলে তাদের থেকে দায়িত্ব নিয়ে রুপা ফেব্রিক্সকে মালিকানা দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিটির। এরপর তারা দলের নাম রাখেন ঢাকা ডমিনেটর্স। তবে এবার ঢাকার মালিকানা বিসিবি তুলে দিয়েছে নিউটেক্স গ্রুপকে। যাদের মালিকানায় আগামী মৌসুমে রাজধানীর দলটিকে দেখা যাবে ‘দুর্দান্ত ঢাকা’ নামে। তবে সম্ভাবনা থাকলেও এবারো ফেরানো হয়নি রাজশাহীকে। এই আসরেও নেই উত্তরবঙ্গের দলটি।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বিপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফটের সময়। এবারের ড্রাফট অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com