বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

৬ মাসের শিশুর হার্টে ছিদ্র, চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় মা বাবা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩

৬মাসের একটি ফুটফুটে কন্যা শিশু রুমাইশা। রুমাইশার জন্মের পর রোমান-মনি খানমের সংসারে বয়ে গিয়ে ছিল আনন্দের বন্যা। তবে সেই আনন্দ ছিল ক্ষণিকের। রুমাইশার জন্মের কয়েক দিন পর তার হার্টে ৩টি ছিদ্র ধরা পরে। চিকিৎসকরা জানিয়েছেন, হার্টে ছিদ্র নিয়েই রুমাইশা জন্ম নিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তার অপারেশন প্রয়োজন। তবে আর্থিক সংকটের কারণে চিকিৎসা খরচ যোগাতে পারছেনা রুমাইশার মা বাবা। রুমাইশা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামের রোমান ফকিরের একমাত্র কন্যা শিশু। রোমান ফকির স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে সামান্য বেতনে চাকুরী করেন। রোমান ফকির বলেন, জন্মের কয়েক দিন পর আমার মেয়ে রুমাইশা অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও পরবর্তী সময়ে খুলনা শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে পরীক্ষা নিরীক্ষার পরে রুমাইশার হার্টে ৩টি ছিদ্র ধরা পরে। এরপর রুমাইশাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের দেখানো হয়। সকলেই দ্রুত সময়ের মধ্যে রুমাইশার হাটের্র অপারেশন করাতে বলেছেন। কিন্তু আমি অর্থ সংকটের কারণে অপারেশন করাতে পারছিনা। এমতাবস্থায় আমি সকলের সহযোগিতা কামনা করছি।
সাহায্যে পাঠানোর ঠিকানা,
রোমান ফকির (বাবা), বিকাশ ও নগদ- ০১৯৪১-১৭৪-৩২২
মনি খানম (মা), বিকাশ- ০১৯৬৮-২২১-৩৯৪




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com