প্রত্যাশা: সাকিবের নেতৃত্বে বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ
অবশেষ মহেন্দ্রক্ষণটি এসেই গেল। আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে মাঠের লড়াই। গতকাল বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের শুরুর দামামা বেজে উঠেছে। আজ থেকে শুরু হবে মাঠের লড়াই। আজ আহমেদাবাদের এই নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তবে নানা ইস্যুতে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগ থেকেই সমালোচনায় বিদ্ধ ভারত। দফায় দফায় সূচি বদলানো, ক্রিকেটার ও গণমাধ্যমকর্মীদের ভিসা ইস্যুতে জটিলতা, পাকিস্তান দলের ভেন্যু আর নিরপত্তায় টালবাহানা।
এ নিয়ে চতুর্থবার বিশ্বকাপের স্বাগতিক হচ্ছে ভারত। জৌলুসপূর্ণ আয়োজন, ব্যাপকতা আর ব্যপ্তিতে অন্য আসরগুলোকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বিসিসিআইয়ের। কিন্তু শুরুতেই গলদ। শোনা গিয়েছিলো উদ্বোধনীতে বিশ্বকে চমকে দিবে তারা। বলিউডের রথী-মহারথীরা তো থাকবেনই, উপস্থাপন করা হবে ভারতের হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্যও। কিন্তু কীসের কী! বিশ্বকাপ ম্যাচ মাঠে গড়ানোর আগে অধিনায়কদের মিটিং হলেও জমলো না উদ্বোধন অনুষ্ঠান। নতুন পরিকল্পনায় উদ্বোধনীর পরিবর্তে সমাপনীতে বিশেষ আয়োজনের পরিকল্পনা বিসিসিআইয়ের।
বিশ্বকাপের থিম সং নিয়ে সমালোচনা: এক যুগ পর আবারও ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। ক্রিকেট মহাযজ্ঞ শুরু হতে বাকি মাত্র দুই সপ্তাহ। ভারতে যেহেতু বিশ্বকাপ, বলিউডের ছোঁয়া তো থাকবেই। বিশ্বকাপের প্রোমোর পর থিম সংয়েও ক্রিকেট আর বলিউড মিলেমিশে একাকার। শাহরুখ খানকে দিয়ে করানো বিশ্বকাপের প্রচারাভিযানের নাম দেওয়া হয়েছিল ‘ইট টেকস ওয়ানডে’। আর আজ দুপুরে মুক্তি পেয়েছে থিম সং ‘দিল জশন বোলে’; যার বাংলা অর্থ ‘হৃদয় উদ্?যাপন করে’। থিম সংয়ের ভিডিওতে যে ট্রেনের দেখা মিলেছে, সেটির নাম ‘ওয়ানডে এক্সপ্রেস’। গত ২০ সেপ্টেম্বর আইসিসি উন্মুক্ত করা ৩ মিনিট ২১ সেকেন্ডের থিম সং ভিডিওতে দেখা গেছে, বলিউড তারকা রণবীর সিং ‘ওয়ানডে এক্সপ্রেসে’ চড়ে যাত্রীদের সঙ্গে হইহুল্লোড়ে মেতে উঠেছেন ও মাইকিং করে তাঁদের প্রাণবন্ত করার চেষ্টা করছেন। এরপর সবাই তাঁর সঙ্গে নাচতে ও গাইতে শুরু করেন। থিম সংটি লিখেছেন স্লোকে লাল এবং সাভেরি বর্মা। সংগীত পরিচালনা করেছেন প্রীতম। তাঁর সঙ্গে গানটি গেয়েছেন নাকাশ আজিজ, শ্রীরাম চন্দ্র, অমিত মিশ্র, জোনিতা গান্ধী, আকাশ ও চরণ। ভিডিওর একটি অংশে প্রীতমকে তাঁর ব্যান্ড দল নিয়ে ট্রেনের ছাদে গান করতে দেখা যায়। রণবীরও সেখানে যোগ দেন। ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বর্মাও আছেন এই থিম সংয়ে। নৃত্য পরিকল্পনাকার ধনশ্রীকে রণবীরের সঙ্গে নাচতে দেখা গেছে। অনেকে মজা করে লিখেছেন, চাহাল বিশ্বকাপে (দলে) নেই, কিন্তু চাহালের স্ত্রী (থিম সংয়ে) আছেন।
বিশ্বকাপের থিম সং মুক্তি পাওয়ায় টুর্নামেন্ট ঘিরে আলোচনা স্বাভাবিকভাবেই বেড়েছে। তবে গানটি এখন পর্যন্ত জনপ্রিয়তা পাওয়ার চেয়ে সমালোচিতই হচ্ছে বেশি। বাঙালিরা একটি ভুল খুঁজে বের করেছেন। ভুলটা যে বাংলা ভাষাসংক্রান্ত! ওয়ানডে এক্সপ্রেস ট্রেনের ভেতর এলইডি ডিসপ্লেতে ‘জোশ’ শব্দটি বিভিন্ন ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু ডিসপ্লেতে বাংলায় ‘জোশ’-এর বদলে লেখা হয়েছে ‘জাশ’! তা ছাড়া জোশ মূলত একটি হিন্দি শব্দ। বাংলায় যার অর্থ উদ্দীপনা, উৎসাহ বা উত্তপ্ত-ভাব।
ফেসবুক-টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে থিম সংয়ের যে ভিডিওটি আইসিসি প্রকাশ করেছে, সেখানে নেতিবাচক মন্তব্যই বেশি। লন্ডনভিত্তিক কৌতুক অভিনেতা সালমান মালিক যেমন লিখেছেন, ‘এর চেয়ে পিসিএলের গান ভালো।’ অনেকে ‘দিল জশন বোলে’র চেয়ে ২০১১ বিশ্বকাপের থিম সং ‘দে ঘুমাকে’কে (বাংলা অর্থ মার ঘুরিয়ে) সেরা দাবি করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘প্রীতমের মতো সুরকারের কাছে এমন গান আশা করিনি। সে হতাশ করেছে।’ কারও কারও চোখে গানটা ‘থার্ড ক্লাস’ বা ‘জঘন্য’। একজন আবার মজা করে লিখেছেন, ‘গানটি শুধু আইসিসি ও বিসিসিআইয়ের কার্যালয়ে বাজান। জনসমক্ষে আনা থেকে বিরত থাকুন।’ আরেকজন টুইটারে লিখেছেন, ‘এটা ২০২৩ বিশ্বকাপের থিম সং নাকি কোলগেট ম্যাক্স ফ্রেশের (টুথপেস্ট) বিজ্ঞাপন, পার্থক্য খুঁজে বের করা কঠিন। কী বানিয়েছে কিছুই বুঝলাম না।’ এর আগে কোলগেট টুথপেস্টের একটি বিজ্ঞাপনে রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনেই অভিনয় করেছিলেন রণবীর। ওই টুইটার ব্যবহারকারী সেটাই বোঝাতে চেয়েছেন।
প্রত্যাশা: সাকিবের নেতৃত্বে বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ: বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এসে বাংলাদেশে ক্রিকেট দলে নিয়ে নানা আলোচনা-সমালোচনা। বিশ্বকাপের স্কোয়াডে ওপেনার তামিম ইকবাল না থাকায় সাকিব আল হাসানের সঙ্গে তার দ্বন্দ্বের ইস্যুটি নিয়েও চলছে কাটাছেঁড়া। টাইগাররা ভারতের ফ্লাইটে ওঠার পরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিওবার্তা দেন তামিম। সেখানে তিনি নিজের চোট-ফিটনেস এবং বিশ্বকাপ স্কোয়াডে না থাকা নিয়ে বিভিন্ন কথা বলেন। তামিমের সেই ভিডিওবার্তার কয়েক ঘণ্টা পরই টি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিমের দলে না থাকাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অধিনায়ক সাকিব আল হাসান।
দেশের ক্রিকেটে চলমান এই ইস্যুর মধ্যেই বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। সেখানে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড, স্কোয়াডে তামিমের না থাকা, তামিম-সাকিবের ভিডিওবার্তা ও সাক্ষাৎকারের বিষয়ে বিভিন্ন কথা বলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সব সমালোচনা এক পাশে সরিয়ে রেখে বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ ভালো করবে বলেও নিজের আশার কথা জানান মাশরাফি।
তামিমের জন্য আক্ষেপ থাকলেও সাকিবের হাতে বড় ট্রফি দেখার প্রত্যাশা জানিয়ে মাশরাফি বলেন, “দুর্ভাগ্যজনক যে তামিম নাই, তামিমকে এখন আর আমাদের পাওয়া সম্ভব না। তবে সাকিব এখনো আছে। সাকিবের অনেক রোল আছে। আমি এখনো আশা করছি সাকিবের মতো খেলোয়াড়ের হাতে একটা বড় ট্রফি আসবে এটা আমরা স্বপ্ন দেখছি। আমার বিশ্বাস সবকিছুকে পেছনে ফেলে সাকিব সামনে এগিয়ে যাবে। এটা আমি না বললেও সে তাই করত।” মাশরাফি আরও বলেন, “ব্যক্তিগত জায়গা থেকে সাকিবকে আমার এতটুকুই মনে হয় যে তার ক্যারেক্টার অনেক শক্তিশালী। যেকোনো জিনিসকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারে। আমি নিশ্চিত দলকে অনেক পজিটিভভাবে নিয়েই সাকিব সামনে এগিয়ে যাবে। তারা তাদের সেরা ক্রিকেট খেলে আসবে।”
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি
প্রকাশ হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর পূর্ণাঙ্গ সূচি। ভারতের ১০টি শহরে ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত হবে। ৪৬ দিনের বিশ্বকাপে মোট ম্যাচ আছে ৪৮টি।
প্রকাশ হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর পূর্ণাঙ্গ সূচি। ভারতের ১০টি শহরে ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত হবে। ৪৬ দিনের বিশ্বকাপে মোট ম্যাচ আছে ৪৮টি।
তারিখ ম্যাচ ভেন্যু
৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড আহমেদাবাদ
৬ অক্টোবর নেদারল্যান্ডস- পাকিস্তান হায়দরাবাদ
৭ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান ধর্মশালা
৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা- শ্রীলঙ্কা দিল্লি
৮ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়া চেন্নাই
৯ অক্টোবর নিউজিল্যান্ড- নেদারল্যান্ডস হায়দরাবাদ
১০ অক্টোবর বাংলাদেশ- ইংল্যান্ড ধর্মশালা (দিনের ম্যাচ)
১০ অক্টোবর পাকিস্তান- শ্রীলঙ্কা হায়দরাবাদ
১১ অক্টোবর ভারত-আফগানিস্তান দিল্লি
১২ অক্টোবর অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকা লক্ষ্ণৌ
১৩ অক্টোবর বাংলাদেশ-নিউজিল্যান্ড চেন্নাই
১৪ অক্টোবর ভারত-পাকিস্তান আহমেদাবাদ
১৫ অক্টোবর ইংল্যান্ড- আফগানিস্তান দিল্লি
১৬ অক্টোবর অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা লক্ষ্ণৌ
১৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা- নেদারল্যান্ডস ধর্মশালা
১৮ অক্টোবর নিউজিল্যান্ড-আফগানিস্তান চেন্নাই
১৯ অক্টোবর ভারত-বাংলাদেশ পুনে
২০ অক্টোবর অস্ট্রেলিয়া-পাকিস্তান বেঙ্গালুরু
২১ অক্টোবর ইংল্যান্ড- দক্ষিণ আফ্রিকা মুম্বাই
২১ অক্টোবর বাছাই ১ – বাছাই ২ লক্ষ্ণৌ
২২ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড ধর্মশালা
২৩ অক্টোবর পাকিস্তান-আফগানিস্তান চেন্নাই
২৪ অক্টোবর বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা মুম্বাই
২৫ অক্টোবর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস দিল্লি
২৬ অক্টোবর ইংল্যান্ড- শ্রীলঙ্কা বেঙ্গালুরু
২৭ অক্টোবর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা চেন্নাই
২৮ অক্টোবর বাংলাদেশ- নেদারল্যান্ডস কলকাতা
২৮ অক্টোবর অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ড ধর্মশালা
২৯ অক্টোবর ভারত-ইংল্যান্ড লক্ষ্ণৌ
৩০ অক্টোবর আফগানিস্তান- শ্রীলঙ্কা পুনে
৩১ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান কলকাতা
১ নভেম্বর নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা পুনে
২ নভেম্বর ভারত- শ্রীলঙ্কা মুম্বাই
৩ নভেম্বর আফগানিস্তান – নেদারল্যান্ডস লক্ষ্ণৌ
৪ নভেম্বর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া আহমেদাবাদ
৪ নভেম্বর নিউজিল্যান্ড-পাকিস্তান বেঙ্গালুরু
৫ নভেম্বর ভারত- দক্ষিণ আফ্রিকা কলকাতা
৬ নভেম্বর বাংলাদেশ- শ্রীলঙ্কা দিল্লি
৭ নভেম্বর অস্ট্রেলিয়া- আফগানিস্তান মুম্বাই
৮ নভেম্বর ইংল্যান্ড – নেদারল্যান্ডস পুনে
৯ নভেম্বর নিউজিল্যান্ড- শ্রীলঙ্কা বেঙ্গালুরু
১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকা- আফগানিস্তান আহমেদাবাদ
১১ নভেম্বর বাংলাদেশ-অস্ট্রেলিয়া পুনে (দিনের ম্যাচ)
১১ নভেম্বর ইংল্যান্ড- পাকিস্তান কলকাতা
১২ নভেম্বর ভারত- নেদারল্যান্ডস বেঙ্গালুরু
নকআউট পর্ব
১৫ নভেম্বর প্রথম সেমিফাইনাল – মুম্বাই
১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল- কলকাতা
ফাইনাল
১৯ নভেম্বর – আহমেদাবাদ
ওয়ার্মআপ ম্যাচ
এছাড়াও থ্রিবান্দাম, গৌহাটি ও হায়দরাবাদে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে।