রবিবার, ১৯ মে ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

কসমেটিক সার্জারি করাতে গিয়ে জ্যাকুলিনের মৃত্যু

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

বলিউড থেকে হলিউড তরকারা নিজেদেরকে সুন্দর ও আকর্ষনীয় দেখাতে প্লাস্টিক সার্জারির আশ্রয় নেন। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকার বিষয়েও প্লাস্টিক সার্জারি করার কথা শোনা যায়। এরই মধ্যেই কসমেটিক সার্জারি করাতে গিয়ে মারা গেলেন ৪৮ বছর বয়সি আর্জেন্টিনার সাবেক বিউটিকুইন ও হলিউড অভিনেত্রী জ্যাকুলিন ক্যারিরি।
ক্যালিফোর্নিয়ায় ল্যাটিন আমেরিকান সিনেমার এক বড় নাম তিনি। জ্যাকলিনের মৃত্যুতে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত ফিল্ম ইন্ডাস্ট্রি। প্রতিবেদনে বলা হয়েছে, শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে তার। আর্জেন্টিনার মিডিয়া রিপোর্ট অনুসারে, তার চিকিৎসার সময় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল। যা শেষ পর্যন্ত রক্ত ​​জমাট বাঁধার দিকে নিয়ে যায়, ফলে তার মর্মান্তিক মৃত্যু হয়। অভিনেত্রী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার সন্তান ক্লো এবং জুলিয়ান তার সঙ্গে ছিলেন। ডেইলি মেইলের মতে, অভিনেত্রী এবং বিউটি কুইনের মৃত্যুর খবর সান রাফায়েল ভেন্ডিমিয়ার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করা হয়েছিল। নিজের জেলার সৌন্দর্য প্রতিযোগীতার খেতাব জয়ী ছিলেন জ্যাকলিন ক্যারিরি। ১৯৯৬ সালে আর্জেন্টিনায় সান রাফায়েল এন ভেন্ডিমিয়া আঙ্গুর ফসলের উৎসবের সৌন্দর্য প্রতিযোগিতায় রানার-আপ হয়েছিলেন তিনি।
সান রাফায়েল পেজেন্ট কুইন্সের মুকুটধারী হিসেবে দীর্ঘদিন পরিচিত জ্যাকলিন ক্যারিরি। তরুণী বয়সে তিনি সান রাফায়েল এন ভেন্ডিমিয়া উৎসবের ভাইস কুইনও ছিলেন। জানা যাচ্ছে, কসমেটিক সার্জারি করার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন, হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তিনি মারা যান। সূত্র: হিন্দুস্তান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com