রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
দেশের ৩০টি কেন্দ্রে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ২য় কেন্দ্রীয় পরীক্ষা কলমাকান্দায় ফ্রী মেডিকেল ক্যাম্প জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার-৫ চকরিয়ায় স্বামীর হাতে স্ত্রী, সড়ক দুর্ঘটনা, সংঘর্ষ ও মসজিদের বাথ রুমে মুসল্লীর লাশ সহ ৪ খুন : খুনিসহ আটক ৩ মোংলার সুন্দরবন ইউনিয়নে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগ নেতাকর্মী থাকায় সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশ ফটিকছড়িতে আকষ্মিক সফরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সদরপুরে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গলাচিপায় তারুণ্যে উৎসবে বিভিন্ন পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আমাদের মূল সংগ্রাম একনায়কতন্ত্র উৎখাত করা : সাক্ষাৎকারে কেএনডিএফ নেতা

দেড় হাজার বছর ধরে আউলিয়ায়ে কেরামগণের দরবারই (রা:) প্রেম ও আদর্শ শিক্ষার ব্যবহারিক বিদ্যাপীঠ-ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভা-ারী

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম :
  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

উপমহাদেশের অন্যতম প্রধান আধ্যাত্ম মিলনকেন্দ্র ও সুফি পীঠস্থান মাইজভা-ার শরীফে ঐতিহাসিক জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ও গাউছুল আজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভা-ারীর (ক.) একক উত্তরাধিকারী পৌত্র, স্থলাভিষিক সাজ্জাদানশীন অছিয়ে গাউছুল আজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভা-ারীর (ক.) চান্দ্রবর্ষ ওফাত বার্ষিকী (২০ রবিউল আউয়াল) বিগত ৬ অক্টোবর, শুক্রবার, বাদ আসর মাইজভা-ার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন অছিয়ে গাউছুল আজম মাইজভা-ারী মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবার, ও আজুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মান্যবর সভাপতি আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভা-ারী (ম.)। বাদ আসর পবিত্র কোরআন হতেতেলাওয়াত, নাতে রাসুল, শানে গাউছিয়া ও শানে অছিয়ে গাউছুল আজম পরিবেশনের মাধ্যমে মাহফিল সূচিত হয়। মাহফিলে আলোচক হিসেবে নির্ধারিত বিষয়ে বক্তব্য রাখেন ঢাকা মোহাম্মদপুর কাদেরীয়া ভৈয়াবীয়া আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আবদুল আলীম রিজভী, চান্দগাও বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতী ছৈয়দ শামসুদ্দোহা বারী (ম.), ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া বহুমুখী কামিল (এম.এ.) মাদ্রাসার অধ্যক্ষ শাহজাদা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন (ম.), রাউজান উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আল কাদেরী (ম.), যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার ও মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাইফুল আজম (বাবর) আজহারী (ম.), সোমদ-ী দরবার শরীফের নায়ের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভা-ারী (ম.), দরবারে বারীয়া শরীফের নায়ের সাজ্জাদানশীন মুফতী ছৈয়দ সৈয়দুল বারী (ম.), বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব মুফতী মুহাম্মদ মাসউদ রিজভী (ম.), মাইজভা-ার শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ বশিরুল আলম (ম.)। দরবারে গাউসুলআজম মাইজভা-ারীর পক্ষ হতে বক্তব্য রাখেন নামের মোন্তাজেম শাহজাদা ডাঃ সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভা-ারী। সভাপতির সমাপনী বক্তব্যে শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভা-ারী (ম.) বলেন, অলি-বুজুর্গদের আধ্যাত্মিক ধারা তথা সিলসিলার মাধ্যমেই ইসলামের শুদ্ধতম রূপ প্রবহমান। ভাই, রাসুলে পাকের আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করতে হলে তাঁর আধ্যাত্মিক প্রতিনিধি আউলিয়ায়ে কেরামদের নীতি-আদর্শকে অনুসরণ ও অনুশীলন করতে হবে। মাহফিল সঞ্চালনা করেন আনজুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ এনামুল হক চৌধুরী সেলিম। এছাড়াও মাহফিলে আওলাদে মাইজভা-ারী, আওলাদে খোলাফায়ে গাউছুল আজম মাইজভা-ারীসহ ওলামায়ে আহলে সুন্নাত, জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, প্রশাসনিক ও ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। যথাসময়ে উপস্থিতি ও সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমে জশনে জুলুশ ও মিলাদুন্নবী (দ.) মাহফিলকে সফল করার জন্য এলাকাবাসী, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আজুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারীর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নায়েব মোহাজেমে দরবার শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভা-ারী ও সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ মাহমুদুল হক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com