হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার আয়োজনে সপ্তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ এর চকরিয়া উপজেলা পর্যায়ের অডিশন চকরিয়া কোরক বিদ্যাপীঠ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। শনিবার (৭অক্টোবর) সকাল ৯টায় হিফজুল কুরআন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জামালুদ্দিন তাওহীদ। এতে চকরিয়া উপজেলার অর্ধশত হাফেজখানার আড়াই শতাধিক হাফেজসহ বিভিন্ন পারার শিক্ষার্থী অংশগ্রহণ করে। চারটি গ্রুপে বিভক্ত নির্দেশিত পারাভিত্তিক এ প্রতিযোগিতায় ২৮জন হাফেজ কৃতীত্বের সাথে উত্তীর্ণ হয়। দিনব্যাপি উপজেলা পর্যায়ের অডিশনে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা আবদুর রশিদ। প্রতিযোগিতা শেষে চকরিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আবুল কালাম, চকরিয়া পৌরসভা শাখার সভাপতি হাফেজ ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মুবিনুল ইসলামসহ সকল সদস্যদের আন্তরিক সহযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া শেখ রাসেল স্কুলের সভাপতি তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ বশির আহমদ, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের, ফাঁসিয়াখালী ইউপি সদস্য আবুল হাসেম প্রমুখ ব্যক্তিবর্গ। অতিথিবৃন্দ আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী জেলা পর্যায়ের অংশগ্রহণের জন্য উত্তীর্ণ ইয়েস কার্ডপ্রাপ্ত ২৮জনের হাতে পুরস্কার হিসেবে নগদ টাকাসহ সনদপত্র তুলে দেন।