সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

লামায় সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষা সামগ্রী বিতরণ

লামা (বান্দরবান) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

বান্দরবান জেলার লামা উপজেলায় আলীকদম সেনা জোনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকাল ৯টায় লামা উপজেলার ইয়াংছা জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট এর লাইব্রেরী শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীনামেজু অনাথ আশ্রম এর অধ্যক্ষ ভদন্ত: উ: নন্দমালা থের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,গণমাধ্যম কর্মী প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে আলীকদম সেনা জোন এর কমান্ডার মোঃ সাব্বির হাসান পিএসসি বলেন,পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রিতি ও উন্নয়ন বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন আলীকদম ও লামার দূর্গম পাহাড়ের বসবাসরত মানুষের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে।তার পরিপ্রেক্ষিতে আজ জীনামেজু অনাথ আশ্রমের ১২ জন ছাত্র ও ৭০ জন ছাত্রী এবং ঐ এলাকার ৭ জন পুরুষ ও ১০৮ জন শিশু ও মহিলা দের মাঝে মোট ১শত ৯৭ জনকে বিনা মূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে। পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানের ১শত ৮জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এসময় তিনি বলেন,পার্বত্য অঞ্চলের মানুষের পাশে সব সময় সেনাবাহিনী পাশে রয়েছে,ভবিষ্যতেও পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com