শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশ্বমানের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি রাসূল (সা.)-এর সীরাত থেকে শিক্ষা নিয়ে দৃঢ় শপথবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে—ড. রেজাউল করিম চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫ চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রাজনীতিবিদেরা অর্থনীতিবিদদের হুকুমের আজ্ঞাবহ হিসেবে দেখতে চান: ফরাসউদ্দিন নতজানু বলেই জনগণের স্বার্থে যে স্ট্যান্ড নেয়া দরকার সেটিতে ব্যর্থ হয়েছে সরকার মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক হামাসের অভিযানে ১২ ইসরাইলি সেনা নিহত আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় গাজানীতির প্রতিবাদে বাইডেন প্রশাসনের ইহুদি কর্মকর্তার লিলির পদত্যাগ

নাজিরপুরে বিএনপির ইউনিয়ন কর্মী সভায় পুলিশের বাধা

আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর
  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

পিরোজপুর জেলার নাজিরপুরে বিএনপির ইউনিয়ন কর্ম সভা, পুলিশের বাধায় পন্ড। জানা গেছে ১৪ অক্টোবর উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের মুনিরাবাদ গ্রামে সাবেক ইউপি সদস্য ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মাহাবুর রহমান শানুর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আয়কর আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড: মিজানুর রহমান দুলাল। উক্ত কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিরি সদস্য সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ, যুগ্ম আহ্বায়ক ইয়াহইয়া খান, ভারপ্রাপ্ত সদস্য সচিব রাফিক ফরাজী, যুগ্ম আহ্বায়ক টিপু হাজরা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম শামীম আহম্মেদ প্রমুখ। উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রানা কর্মী সভায় উপস্থিত হওয়ার পূর্বেই প্রধান বক্তার বক্তব্যকালীন সময়ে হঠাৎ করে পুলিশের একটি টিম বে-পরোয়া ভাবে লাঠিচার্জ করে প্রায় ডজন খানেক নেতাকর্মীকে আহত করে এবং সভার চেয়ার ভাংচুর করে কর্মী সভা পন্ড করে দেয়। এ ব্যপারে এ্যাড: মিজানুর রহমান দুলাল ও এম আনোয়ারুল ইসলাম পলাশ দের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আজ এমন একটি দেশে বসবাস করছি, যে দেশে কোন গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, সাংগঠনিক কোন কর্মকান্ড শান্তি পূর্ণ উপায়ে করার কোন সুযোগ নেই, অতি উৎসাহী পুলিশ এর বে-পরোয়া তান্ডবে আমাদের শান্তিপূর্ণ সভা পন্ড হয়ে গেছে। আজ দেশে নিরব দুর্ভীক্ষ চলছে, বাজার নিয়ন্ত্রন করতে সরকার বার বার ব্যর্থ হচ্ছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, বাজার নিয়ন্ত্রন করার নাম না নিয়ে সরকার পুলিশ দিয়ে বিএনপিকে দমন-পীরণ করে আবারো ক্ষমতায় আসার সুযোগ খুজছে। এ সময় আরো বলেন, উক্ত অনুষ্ঠানের জেলার নেতৃবৃন্দ আসার পথে পুলিশের বেরিগেডে সভাস্থলে নেতৃবৃন্দ উপস্থিত হতে না পেরে বিকল্প পথ দিয়ে জেলায় ফিরে যেতে হয়েছে। আমরা এই প্রহসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com