জনস্বার্থে আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্যের আলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৫ অক্টোবর/২৩ বিশ্ব হাত ধোয়া দিবস এবং সেনেটেশন মাস ঘোষনা উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর ও বেসরকারি সংস্থা ব্রাক এসডিএ সহযোগিতায় রবিবার গলাচিপা উপজেলা প্রশাসন থেকে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সুধী ও জনস্বাস্থ্য বিভাগের প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মী সমন্বয়ে ব্যানার ফেস্টুন হেড ক্যাপ পরে এক রেলি মিছিল বের করে। রেলি শেষে আধুনিক উপায়ে হ্যান্ড স্যেন্ট্রিজার সাবান ও বিশুদ্ধ পানি ব্যবহারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে। জনস্বার্থে হাত ধোয়ার নিয়ম-কানুন ও অভ্যাস গড়ার ক্ষেত্রে প্রচার ব্যবস্থা জোরদার করে। পরে উপজেলা পরিষধ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।প্রধান অতিথি হিসেবে রেলি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী ১১৩ (৩) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জননেতা উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহ, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরনবী, উপজেলা প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, পটুয়াখালী ব্রাক প্রতিনিধি কর্মকর্তা নেফাজ উদ্দিন, এস ডি এ প্রতিনিধি শামীমা নাসরিন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান। দিবসের পর্যালোচনা বিষয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী ও অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সাবান বিতরণ করা হয়।