কেশবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্বর সমন্বিত সম্পদ ব্যাবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৫ দিন মেয়াদী সমন্বিত পারিবারিক খামার স্থাপন, সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্স ১৫ অক্টোবর সকালে উদ্বোধন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। উক্ত প্রশিক্ষণে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।