বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

পশ্চিমা বিশ্বের সমর্থনে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

পশ্চিমা বিশ্বের সমর্থন সহায়তা নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘আজগুবি খবর ছড়াচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।‘ গতকাল সোমবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে যুব সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। যুব সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় যুবলীগ।
ওবায়দুল কাদের বলেন, ‘১৮ তারিখ সামনে রেখে আবারও ডিসেম্বরের মতো সরকার পতনের স্বপ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আনা শুরু করেছেন। বিএনপি যতোই যা করুক কোনো কিছুতে সফল হবে না। বিএনপি হলো ভুয়া দল।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাকা শহরে আবার অবরোধ করার স্বপ্ন দেখছে বিএনপি। কিন্তু কোনো কিছুতেই তারা সফল হবেন না। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ করার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগও তাদের ছাড় দেবে না।’ ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অর্থ সহায়তা আগের চেয়ে বেড়েছে। এই অর্থ কোথা থেকে আসে? এবার বিএনপিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ডিসেম্বরের চেয়ে ভয়ংকর পরিস্থিতি হবে বিএনপির।’ আওয়ামী লীগের কঠোর অবস্থানের কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সাহস সঞ্চার করে বিদেশিদের উপর নির্ভর করে। আর আওয়ামী লীগের সাহস জনগণ।‘




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com