শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

” আমেরিকার মাটিতে খেলবে বাংলাদেশের প্রফেশনাল বক্সার “

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং আ্যাসোসিয়েশন (বিপিবিএ) ও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি (বিপিবিএস) এর উদ্যোগে প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটি দেশবাসীর উদ্দেশ্যে অতন্ত্য আনন্দের সাথে জানিয়েছেন যে, এই প্রথম বাংলাদেশ থেকে লাতিন এবং সাউথ আমেরিকান বক্সিং চ্যাম্পিয়নশিপ খেলতে আগামী ২৪ অক্টোবর ২০২৩ রোজ মঙ্গলবার বাংলাদেশ প্রফেশনাল বক্সিং আ্যাসোসিয়শন (বিপিবিএ) ও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি (বিপিবিএস) এর বক্সার আব্দুল মোতালেব বাংলাদেশ ছেড়ে সাউথ আমেরিকার উদ্দেশ্যে রওনা হচ্ছে, সেই উপলক্ষে আজ ২৩শে অক্টোবর রোজ সোমবার বিকেল ২.৩০ মিনিটে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন (বিপিবিএ) এর আয়োজনে একটি প্রেস কনফারেন্স ও মতবিনিময় সভা করা হয়। প্রধান অতিথি ছিলেন : বাংলাদেশ আওয়ামিলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান ও বিপিবিএ এবং বিপিবিএস এর সম্মানিত প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন পল্টু, এবং অনেক গুণী জনেরা উপস্থিত ছিলেন। বিপিবিএ ও বিপিবিএস এর সহ সাধারণ সম্পাদক : আর কে মন্ডল (রবিন) এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান।
প্রেস ব্রিফিংএ বক্তারা বলেন : মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বক্সিং ক্রীড়া অঙ্গনে মাতৃভূমির লাল-সবুজের পতাকা বিজয়ের শ্লোগানে বিশ্বের দরবারে মাথা উঁচু করে যাহাতে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে, তারা আরও বলেন ইতিপূর্বে বিপিবিএ এবং বিপিবিএস এর উদ্যোগে ৩১টি খেলা হয়েছে তার মধ্যে ২১টিয়েই আন্তর্জাতিক মহলে খেলা হয়েছে, গত ৪ মাস আগে অস্ট্রেলিয়া খেলে এসেছে ভারত, নেপাল, ভূটান, শ্রীলঙ্কা খেলে বিজয় অর্জন করেছে এখন আবার আমেরিকা যাচ্ছে এটা আমাদের দেশের গৌরব দেশের জনগণের গৌরব।
বক্তারা আরও বলেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং আন্তর্জাতিক মানসম্মত করার লক্ষ্যে সরকারকে এগিয়ে আসতে হবে এবং বেসরকারী সকল উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে, তবেই আসবে আমাদের সকলের কাঙ্খিত সাফল্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com