বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। যারা জাতীর জনককে স্বপরিবারে হত্যা করেছে। এই হত্যার বিচার কেউ করেনি। কালো আইন করে হত্যার বিচার যেন বাংলার মাটিতে না হয় সেই ব্যবস্থা নিয়েছে। তারা জাতীয় চার নেতাকে কারারুদ্ধ অবস্থায় হত্যা করেছে। যারা ভাল কাজকে বন্ধ করে তারা কি জনগনের ভাল চায়। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা করেছেন। যুব সমাজের জন্য একটি ডিজিটাল বাংলাদেশই দিয়ে গেছেন। আজ স্মাট হয়ে গেছে আমাদের ছেলে-মেয়েরা ঘরে বসে সারা বিশ^ দেখছে। গরিব সাধারণ মানুষের হতেও মোবাইল। শেখ হাসিনা দেশকে ভালবেশে সারা বিশে^র কাছে একটি উন্নত দেশ হিসাবে পরিচিত করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে দুবরিয়া কমিউনিটি ক্লিনিক মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন। ওয়ার্ড আ’লীগের সভাপতি আতাউর রহমান মোড়লের সভাপতিত্বে ও ইউপি সদস্য দুলাল মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। এসময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এইচ.এম. আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শরমিলা রোজারিও, ইউপি চেয়ারম্যান গাজী সাওয়ার হোসেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শ্যামল পাল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মবিন খান উজ¦ল, দপ্তর সম্পাদক হযরত আলী মাস্টার, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল মাস্টার, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের নেওয়াজ আরজু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, উপজেলা ছাত্রীগের সভাপতি তানভিন মোল্লা, ইউনিয়ন যুবলীগের সভাপতি খোরশেদ ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আখন্দ বাহার প্রমুখ।