স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৮ অক্টোবর বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে প্রবেশের সবগুলো পথই খোলা থাকবে। কোন পথই বন্ধ করবে না সরকার। এসব নিয়েই রবিবার (২৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কথা হয়েছে।
গতকাল বুধবার (২৫ অক্টোবর) মহান বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে যে কেউ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। এর বাইরে যদি কেউ অশান্তি করে, জনজীবনে বিঘœ ঘটার আশঙ্কা থাকে, তবে আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নিজেরাই জানাচ্ছেন, সারা দেশ থেকে তাদের কর্মী-সমর্থকদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। ততে কয়েক লাখ লোকের সমাগম হবে বলে জানিয়েছে বিএনপি। এমনিতেই রাজধানীতে কয়েক কোটি মানুষ বসবাস করছে। তাছাড়া ঢাকা একটি যানজট প্রবণ শহর।’
আনসার বাহিনী নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়নি। এটা অপপ্রচার। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রচলিত আইনের বাইরে কিছু করার ক্ষমতা দেওয়া হয়নি। ফৌজদারি আইনের বাইরে কারও কিছু করার ক্ষমতা নাই। পুলিশের ক্ষমতা আনসার নিয়ে নিচ্ছে– এমন অপপ্রচার চালাচ্ছে কেউ কেউ। এটা কোনও ভাবেই সত্যি নয়।’
জামায়াতে ইসলামী সভা-সমাবেশ করতে চাচ্ছে, তাদের অনুমতি দেওয়া হবে কিনা এ প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের দেশে অনেক দলমত আছে। জামায়াত এর আগেও দুয়েক জায়গায় আলোচনা করেছে। দেশের নিয়ম-কানুন মেনে, আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে যে কেউ যে কোনও কথা বলতে পারে। জামায়াত বলতে কোনও কথা নেই। দেশে গণতান্ত্রিক চর্চা আছে। আমাদের কথা হলো, আইন-কানুনের মধ্যে থেকে তারা কথা বলতে পারেন।’
জামায়াতকে সভা-সমাবেশের অনুমতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা কাউকে অনুমতি দেইনি। স্পষ্টভাবে জানা উচিৎ আমরা কাউকে পারমিশন দেইনি। জামায়াতে ইসলাম এখন পর্যন্ত কোনও নিবন্ধিত দল না। তারা যদি জামায়াতে ইসলামের ব্যানারে আসে, তাহলে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।’