কুমিল্লার দাউদকান্দিতে গ্রাম্য শালিসে হাবিব ফকির নামে একজনকে পিটিয়ে হত্যা মামলার আসামিদের দ্রত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার-স্বজন ও এলাকাবাসি। শনিবার (২৮ অক্টোবর) দুপর ১২টায় পৌরসভার নাগেরকান্দি গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাবিব ফকিরের পরিবারের সদস্য ও এলাকাবাসি জানায়,” এলাকার চিহ্নিত দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে হাবিবকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। তারা অভিযোগ করেন মামলা দায়েরের ১০/১২ দিন পেরিয়ে গেলেও হত্যার আসামীরা এখনো গ্রেফতার হয়নি। হত্যাকারীরা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে বলেও জানায় হাবিব ফকিরের পরিবারের সদস্যরা।” নিহত হাবিব ফকিরের স্ত্রী হালিমা জানান,”আমার স্বামীকে এলাকার চিহ্নিত দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার চার মেয়ে এক ছেলে। এক মেয়েকে বিয়ে দিয়েছি। বাকী সন্তানরা অনেক ছোট। এখন আমার সংসার চালানোর মত কেউ নেই, কী করে সংসার চালব এই ভাবনায় আমি এখন দিশেহারা। আমি আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি করছি।” হাবিব ফকিরের বোন কুলসুম বলেন,”আমরা আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আসামীরা মামলা উঠিয়ে না নিলে আমাদেরও মেরে ফেলারও হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। স্থানীয় বাসিন্দা ইউনুস ফকির জানান,”নিহত হাবিব অটোরিকশা চালক ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনোক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।” উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় এক নারীর গোসলের ভিডিও ধারনের ঘটনায় নাগেরকান্দি গ্রামে শালিস বসে। শালিসে হাবিব ফকিরকে ডেকে নিলে এক পর্যায়ে কথাকাটির সময় প্রতিপক্ষের হামলায় নিহত হয় হাবিব ফকির। ঘটনার পরদিনই নিহতের স্ত্রী হালিমা আক্তার বাদী হয়ে একটি এজহার দায়ের করেন।