বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

বিএনপি-জামায়াত ও সমমনা দলের হরতাল পালিত

শাহজাহান সাজু:
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে সারা দেশে হরতাল এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। গত ২৮ অক্টোবর শনিবার ‘নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে’ গতকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি।
হরতালের সমর্থনে রাজধানীতে বিএনপি ও এর অঙ্ঘ সংগঠনগুলো মিছিল ও পিকেটিং করেছে। রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় হরতালের সমর্থনে রাজধানীতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিক রুহুল কবির রিজভী ও যুবদলের সভাপতি সালাহইদ্দীন টুকুর নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিল হয়েছে। যুবদলের মিছিল ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ যুবদল নেতার মৃত্যু এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে একাধিক স্পটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু। হরতালের সমর্থনে রবিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর নর্দা বাসস্ট্যান্ড থেকে কোকোকোলা, নতুনবাজার আমেরিকান দূতাবাসের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় রিজভী বলেন, অন্যায়ভাবে বিএনপির শান্তিপূর্ন মহাসমাবেশ পন্ড, পুলিশ হত্যা সরকারের নীলনকশার অংশ। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেন, এই সরকারের পতনের মধ্যে দিয়ে যুবদল নেতা শামীম মোল্লা সহ সকল নেতা-কর্মীদের গুম, খুনের বিচার এই বাংলার মাটিতেই হবে। নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম রফিক,সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি রুহুল আমিন আকিল, যুগ্ম সাধারন সম্পাদক শাহ আলম চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল, বাড্ডা থানা যুবদল নেতা মো. বাবুল হোসেন মীর সহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

হরতালের সমর্থনে থানায় থানায় ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় শান্তিদপূর্ণ মিছিল ও পিকেটিং করেছে মহানগরী জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এতো বাঁধা বিপত্তির পরেও জামায়াতে ইসলামী গতকাল এক ঐতিহাসিক মহাসমাবেশ বাস্তবায়ন করেছে। আমরা ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধাদান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে গেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি করছি। সরকারের প্রতি আহ্বান জানাই আর কালবিলম্ব করবেন না। জনগণের অধিকার ফিরিয়ে দিন। অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিন, দেশে কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পথ তৈরি করুন। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা রক্ত দেব, জীবন দেব তবুও এদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবো না। তিনি বিএনপি’র মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলারও নিন্দা জানান। তিনি ২৯ অক্টোবর রবিবার সকালে রাজধানীর সবুজবাগে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশে একথা বলেন। রাজধানীর বাসাবো সংলগ্ন বিশ্বরোডে হরতালের সমর্থনে সড়ক অবরোধ, পিকেটিং ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মো. শামসুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবু নাবিল, মতিউর রহমান, আবু মাহি, এডভোকেট রিয়াজ উদ্দিন, আবু আব্দুল্লাহ, মোঃ ইসহাক, রওশন জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শ্যামপুর থানা: সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর জুরাইন রেলগেটে মিছিল ও পিকেটিং করে শ্যামপুর থানা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি তাওহীদুল ইসলাম, ঢাকা মহানগরীর দক্ষিণের মজলিসে শুরা সদস্য মুহাম্মদ মহিউদ্দিন, কবির হোসেন, হেলাল উদ্দিন, আসাদুল্লাহ গালিব, কামরুল আহসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খিলগাঁও থানা: খিলগাঁও থানায় সকালে হরতালের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা আবু ফাহিম। মিছিলে উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, আব্দুর রহমান সাজু, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা আবু মুয়াজ, সাজেদুর রহমান শিবলী জামায়াত নেতা অ্যাডভোকেট এসএম খোকন, খোরশেদ আলম মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডেমরা থানা: সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে ডেমরা উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং হরতাল পিকেটিং সম্পন্ন করে। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান। এসময় অরোও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য মোহাম্মদ আলী, মির্জা হেলাল, জামায়াত নেতা মোজাফফর হোসেন, দেলোয়ার হোসেন, ইঞ্জি তমিজ উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

যাত্রবাড়ি থানা: হরতালের সমর্থনে যাত্রবাড়ি থানার উদ্যোগে মিছিল-পিকেটিং অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের নেতৃত্বে মিছিল-সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাওলানা সাদেক বিল্লাহ, হাবিবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তুরাগ থানা: তুরাগ থানায় সকালে হরতালের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন তুরাগ মধ্য থানার আমীর গাজী মনির হোসেন। উপস্থিত ছিলেন তুরাগ দক্ষিণ থানা আমীর, মাহবুবুল আলম, তুরাগ উত্তর থানা আমীর মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলটি উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক পথ সভায় মিলিত হয়।
উত্তরা মডেল থানা: হরতালের সমর্থনে উত্তরা মডেল থানা এবং উত্তরা পশ্চিম থানার যৌথ উদ্যোগে উত্তরায় মিছিল-পিকেটিং অনুষ্ঠিত হয়। মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম,উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারী ফিরোজ আলোম, উত্তরা মডেল থানা নায়েবে আমীর হারুনুর রশিদ তারিক, জামায়াত নেতা মাওলানা শামসুল হক নিজামী ও ইলিয়াস হুসাইন প্রমূখ।
গুলশান থানা: আজকের সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে গুলশান অ লের উদ্যোগে গুলশান লিংক রোডে এক বিক্ষোভ মিছিল এবং হরতাল পিকেটিং সম্পন্ন করে। এতে নেতৃত্ব দেন যথাক্রমে বনানী থানা আমীর আবু ফয়সল খান, গুলশান পশ্চিম থানা আমীর মাহমুদুর রহমান আজাদ, গুলশান পূর্ব থানা আমীর আবু জুনাইদ সহ গুলশান পূর্ব, পঃ ও বনানী থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মিছিলটি লিংক রোড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে শেষ হয়।
বিমানবন্দর: সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর বিমানবন্দর এলাকায় সকালে মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। থানা আমীর মাওলানা এম এ হক মোল্লার নেতৃত্বে মিছিলটি হাজী ক্যাম্প সংলগ্ন তালতলা থেকে শুরু হয়ে নদ্দা বৈশাখী মোড়ে গিয়ে থানা আমীরের বক্তব্যের মাধ্যমে শেষ হয়। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। গণতন্ত্র ম , গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com