সিলেটে যুবদল নেতা জিলু আহমেদকে আটকের পর হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আজ গতকাল মঙ্গলবার বিকেলে নয়া দিগন্তকে এ অভিযোগ করেছেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। তিনি জানান, সিলেট গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জিলু আহমেদসহ আমরা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা লালাবাজারে সকাল ৯টার দিকে অবরোধের সমর্থনে বিক্ষোভ করছিলাম। তখন পুলিশের সাথে আমাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশের একটি পিকআপ জিলু আহমেদকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দেয়। এরপর তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে আমরা বেলা ১১টার দিকে খবর পাই, পুলিশ হেফাজতে জিলু আহমেদের মৃত্যু হয়েছে।
সিলেট যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু বলেন, আমরা স্পষ্টভাবে বলছি যে জিলুকে আটক করে থানায় নিয়ে নির্যাতন করে হত্যা করেছে পুলিশ। এর প্রতিবাদে আমরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছি। এ সময় এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।