মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন

শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া: গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার সকালে অবস্থান নেন পোশাকশ্রমিকেরা। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকেরা অন্যদিনের মতো সেখানে অবস্থান নেন। সকাল ৮টার দিকে মিরপুর-১০ নম্বর থেকে শ্রমিকেরা মিরপুর-১১ নম্বর ও ১২ নম্বরের দিকে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিরপুর-১২ নম্বরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে শ্রমিকরা আবার মিরপুর-১০ নম্বরে যান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তারা। পল্লবী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সালমা বেগম জানান, শ্রমিকরা সেখানে অবস্থান করছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।

মজুরি বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরেই বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনের মধ্যে গাজীপুর, সাভার, আশুলিয়া ও ঢাকার মিরপুরে প্রায় ২০০টি রপ্তানিমুখী পোশাক কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা। তাদের আশঙ্কা, কারখানা খোলা রাখলে শ্রমিকদের বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com