পার্বত্য ভিক্ষু সংঘেরর ৪র্থ মহা সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরোর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পার্বত্য বৌদ্ধ সংঘ বাংলাদেশ ও মিরপুরস্থ শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। এক শোক বার্তায় ভবঘুরে বৌদ্ধ সন্ন্যাসী ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বলেন, মহা সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরোর মৃত্যু আমাদের মাঝে যে শোকছায়া নেমে এসেছে তা ভাষায় প্রকাশ বহু কষ্টের। এদেশের বৌদ্ধ ভিক্ষুমণ্ডলী এই শ্রদ্ধেয় মানুষটির মৃত্যুতে যেমন শোকাচ্ছন্ন তেমনি শোকের অকুল সাগরে দিশেহারার মতো। বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষু ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো সাদামনের মানুষ ভদন্ত তিলোকানন্দ মহাথেরোর মানবিক স্মৃতিকে অমর করে রাখার ব্যাপারে এদেশের সকল বৌদ্ধ ভিক্ষু এবং সদাশয় সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
মহা সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথের অগণিত গুণগ্রাহী, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা মণ্ডলীকে অপূরণীয় শোক সাগরে ভাসিয়ে মহাপ্রয়াণে পাড়ি দেন ২০২৩ সালের ২ নভেম্বর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। দেশের প্রতিযশা এই মহাসংঘরাজ জন্মগ্রহণ করেছিলেন ১৯৩৭ সালের ২৮ আগস্ট, রাঙামাটির শুভলং ইউনিয়নের বেতছড়ি গ্রামে। ১৯৫৯ সালে তিনি উপসম্পাদনা গ্রহণ করেন এবং মনোনিবেশ করেন মানবিক কাজে। ভদন্ত তিলোকানন্দ মহাথের ২০১১ সালে পার্বত্য ভিক্ষু সংঘের চতুর্থ মহাসংঘরাজ হন।