দ্বিতীয় দফা অবরোধের শেষ দিনে অবরোধের সমর্থনে দেয়ালে দেয়ালে স্টিকার সাঁটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়হসহ দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদল। স্টিকারে লেখা রয়েছে, ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’। গতকাল গতকাল সোমবার (৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলমী বিশ^বিদ্যলয়, কুমিল্লা বিশ^বিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিদ্যালয়গুলার ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে ওই স্টিকার দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া, কলাভবন, সামাজিক বিজ্ঞান ভবন, বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি, ক্যাম্পাস শ্যাডোসহ ঢাবি ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে অবরোধের সমর্থনে স্টিকার সাঁটানো হয়েছে। স্টিকারে লেখা রয়েছে, ‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’, ‘একদফা দাবিতে সর্বাত্মক অবরোধ চলছে।’
এদিকে সকালে ছাত্রলদের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে গুলশান-১ পুলিশ প্লাজা হতে গুলশান ১ নম্বর মোড় (সিটি করপোরেশন মার্কেট পর্যন্ত) অবরোধের সমর্থনে মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো: মুতাছিম বিল্লাহ, মো: ঝলক মিয়া, সাইফুল ইসলাম সিয়াম, সুরুজ ম-ল, মেহেরাব মাহবুব মাহি, আলী হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, মো: সালাউদ্দীন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, আশিক আহমেদ, সোহরাব হোসেন সুজন, মৌসুমী হক মৌ, মো: হাসান, সহ-সাধারণ সম্পাদক মো: মিনহাজুল আবেদীন নান্নু, আব্দুল্লাহ আল মামুন কাওসার, শেখ নুরুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ পারভেজ, শামীম খান। উপস্থিত ছিলেন সৈয়দ ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, সৈয়দ নাজমুল ইসলাম বাহার, তানভীর আল হাদী, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক মামুন, যোগাযোগ সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, অর্থ সম্পাদক রিয়াজ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক রেজাউল হাসান বাপ্পী, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজিদ হাসান, সহ-বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক নওয়াজিশ ইসলাম রিয়েল, সহ-আপ্যায়ন সম্পাদক ফকির ইব্রাহিম, সদস্য কাজী আজহার হোসেন, আমির হামজা রাজু সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় সহ-সভাপতি মুতাছিম বিল্লাহ বলেন, আমরা গণতন্ত্র উদ্ধারের লড়াইয়ে মাঠে নেমেছি। আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা লড়াই করে যাব। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী শেষ পর্যন্ত মাঠে থাকবে।