শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

দ্বিতীয় ধাপের অবরোধের শেষ দিনে বিক্ষোভ মিছিল, পোস্টারিং করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। গতকাল সোমবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল ও ঢাবি এলাকায় স্টিকাট পোস্টারিং করেন তারা।সকালে ছাত্রলদের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে গুলশান-১ পুলিশ প্লাজা হতে গুলশান ১ নম্বর মোড় (সিটি করপোরেশন মার্কেট পর্যন্ত) অবরোধের সমর্থনে মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো: মুতাছিম বিল্লাহ, মো: ঝলক মিয়া, সাইফুল ইসলাম সিয়াম, সুরুজ ম-ল, মেহেরাব মাহবুব মাহি, আলী হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, মো: সালাউদ্দীন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, আশিক আহমেদ, সোহরাব হোসেন সুজন, মৌসুমী হক মৌ, মো: হাসান, সহ-সাধারণ সম্পাদক মো: মিনহাজুল আবেদীন নান্নু, আব্দুল্লাহ আল মামুন কাওসার, শেখ নুরুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ পারভেজ, শামীম খান।
উপস্থিত ছিলেন সৈয়দ ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, সৈয়দ নাজমুল ইসলাম বাহার, তানভীর আল হাদী, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক মামুন, যোগাযোগ সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, অর্থ সম্পাদক রিয়াজ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক রেজাউল হাসান বাপ্পী, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজিদ হাসান, সহ-বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক নওয়াজিশ ইসলাম রিয়েল, সহ-আপ্যায়ন সম্পাদক ফকির ইব্রাহিম, সদস্য কাজী আজহার হোসেন, আমির হামজা রাজু সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এ সময় কেন্দ্রীয় সহ-সভাপতি মুতাছিম বিল্লাহ বলেন, আমরা গণতন্ত্র উদ্ধারের লড়াইয়ে মাঠে নেমেছি। আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা লড়াই করে যাব। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী শেষ পর্যন্ত মাঠে থাকবে।
সকালে মগবাজার রেলগেট এলাকাতেও মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব মিয়া, আরিফুল হক, জামিল হোসেন, যুগ্ম সম্পাদক হাসান আল আরিফ, হাফিজুর রহমান লিটন, সহ-সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার, মওদুদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আখতার আহসান দুলাল, পাঠাগার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিংকু, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সকাল ৮টার দিকে রাজধানীর বকশিবাজার এলাকা থেকে চানখারপুল মোড় পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাফি ইসলামের নেতৃত্বে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাবির যুগ্ম-সম্পাদক নাজমুস সাকিব, সূর্যসেন হলের সভাপতি শামিম আকতার শুভ, শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দামসহ কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন থানা শাখার নেতাকর্মীরা। এছাড়াও দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া, কলাভবন, সামাজিক বিজ্ঞান ভবন, বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি, ক্যাম্পাস শ্যাডোসহ ঢাবি ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে অবরোধের সমর্থনে স্টিকার সাঁটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। স্টিকারে লেখা রয়েছে, ‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’, ‘একদফা দাবিতে সর্বাত্মক অবরোধ চলছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com