মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

প্রধানমন্ত্রীর মাতারবাড়ীর সমাবেশে শো-ডাউন করবেন অনেক নতুন মুখ

মনির আহমদক ক্সবাজার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

ভাগ্য নির্ধারণ হবে অনেকের

মহেশখালী উপজেলার উপদ্বীপ ইউনিয়ন মাতারবাড়ীতে আগামী ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহেশখালী আগমন করবেন। এ উপলক্ষে বুধববার (১নভেম্বর) সকাল ১০ টা মাতারবাড়ী নতুন বাজারে মহেশখালী উপজেলা আওয়ামীলীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় হুইপ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল্ মাহমুদ স্বপন এমপি, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা !সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, কানিজ ফাতেমা মোস্তাক এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার পাশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ নভেম্বর বক্তব্য দেবেন মাতারবাড়ি টাউনশীপ মাঠের জনসভায়। জাতীয় নির্বাচনকে সামনে নিয়ে রাজনৈতিক টালমাটাল অবস্থায় এসে উদ্বোধন করবেন বহুল প্রতীক্ষিত রেললাইন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৫ বছরে কক্সবাজারকে দু-হাত ভরে দিয়েছেন। কক্সবাজার এখন চকচক করছে। আরো উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর এবারের আগমন ও জনসভা বয়ে আনবে আগামী নির্বাচনের জন্য বড় সাফল্য। দেখবেন কক্সবাজারের রাজনৈতিক নেতা ও এমপি’দের হালচাল। এই সমাবেশেই শো-ডাউন করবেন অনেক নতুন মুখ। কক্সবাজার-রামু আসন থেকে পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম। চকরিয়া-পেকুয়া আসন থেকে সাবেক জেলা ও দায়রা জজ আমিনুল হক।
কক্সবাজার
কক্সবাজার আগমন উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে ৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কলাতলিস্থ শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন এর কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার ৩ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজিবুল ইসলাম। সভা পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর। সভায় নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে ১০ নভেম্বর বিকেল ৪টায় স্বাগত মিছিল ও ১১ নভেম্বর মহেশখালী মাতারবাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে হাজার হাজার নেতাকর্মী সহ সমাবেশে যোগদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি এনামুল হক, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি নাজমুল হোসাইন নাজিম, সহ-সভাপতি সেলিম নেওয়াজ, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র সালাউদ্দিন সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দীপক দাশ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, দপ্তর সম্পাদক সাহেদ আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, মু্ক্িতযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল আলম পেটান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিয়া উল্লাহ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এডঃ রিদুয়ান আলী, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ২নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, ৩নং ওয়ার্ড সভাপতি জানে আলম পুতু, সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু আহমদ, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, ১০নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, পৌর আওয়ামী লীগ নেতা রফিক মাহমুদ, গিয়াস উদ্দিন, রাশেদুল ইসলাম ডালিম, বেলাল উদ্দিন, আবু তাহের, ফয়সল হুদা, সোহেল রানা, আজিমুল হক আজিম, এডঃ ছোটন কান্তি শীল, সাগর পাল সাজু, কালাম সহ আরও অনেকে।
চকরিয়া
মাননীয়া প্রধানমন্ত্রীর আগমন ও জনসভাকে ঘিরে জেলাব্যাপী চলছে ব্যাপক প্রস্তুতি। মাতারবাড়ীর যোগাযোগ চকরিয়া পেকুয়ার উপর দিয়ে হওয়ায় সবচেয়ে বেশী উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চকরিয়া-পেকুয়ায়। উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম ৫০ হাজার হাজার নেতাকর্মী সহ সমাবেশে যোগদানের সিদ্ধান্ত গ্রহন করেছেন। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে প্রস্তুতি সভা করেছেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি। বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা। সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। সভায় পৌরসভার আওতাধীন ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চকরিয়া উপজেলা চেয়ারম্যান: আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতারবাড়ী শুভ আগমন উপলক্ষে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অলিগলিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কয়েকদিন ধরে ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ করছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। চকরিয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মী নিয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম। এ ছাড়াও আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতারবাড়ির জনসভা সফলে নানা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা ও দায়রা জজ আমিনুল হক।
ইতিমধ্যে তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক জজ আমিনুল হক। সাবেক জজ আমিনুল হক ইতোমধ্যে মাতারবাড়ির জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চকরিয়া-পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক বৈঠক করেছেন। বৈঠক গুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বার্তা পৌছে দিচ্ছেন। সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক এই জজ। তিনি নিজ উদ্যোগে ব্যাপক শোডাউন করার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে কক্সবাজার জেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি’র নেতৃত্বে আরো একটি গ্রুপ সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। সালাহ উদ্দিন আহমদ সিআইপি’ এবার চকরিয়া-পেকুয়া আসনের মনোনয়ন প্রত্যাশী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com