শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

শিল্পী রাকিবুল হাসানের ইন্তেকালে শোক প্রকাশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

শিল্পী রাকিবুল হাসান (২৮) ১২ নভেম্বর ২০২৩ দুপুর সোয়া ১ টায় ময়মনসিংহ শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মা, ভাইÑবোন, স্ত্রী ও ১ বছরের কন্যা শিশু সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন কিডনীজনিত সমস্যায় অসুস্থ ছিলেন। তিনি ১৯৯৬ সালের ১ জানুয়ারি ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের খোদাবক্সপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মৃত মাওলানা আবুল কাশেমের প ম সন্তান। রাকিব আনন্দমোহন কলেজ থেকে রসায়নে মাস্টার্স সম্পন্ন করে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ময়মনসিংহের মিনার সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক ছিলেন। ছাত্রজীবনে তিনি সুস্থধারার সাহিত্য-সংস্কৃতির বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছেন। ময়মনসিংহ উত্তরণ শিল্পীগোষ্ঠীর পরিচালক ও জাতীয় সংগঠন সসাসের আবৃত্তি ও উপস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেন। তাঁর মৃত্যুতে যৌথ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন দেশীয় সাংস্কৃতিক সংসদের আহবায়ক ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও সমন্বয়ক মোস্তফা মনোয়ার।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেনÑরাকিবুল হাসান ছিলেন একাধারে একজন কণ্ঠশিল্পী, উপস্থাপক, বাচিকশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইসলামী ধারার সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গন একজন গুণী মানুষকে হারালো। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

সম্ভাব্য সকল সাহিত্য সাংস্কৃতিক সংগঠনগুলোকে রাকিবুল হাসান স্মরণে দোয়া ও আলোচনা সভা আয়োজন করার আহবান জানাচ্ছি। মহান আল্লাহ তাঁর ইয়াতিম কন্যা শিশু এবং অসহায় পরিবারকে ধৈর্য় ধারণ ও তাঁর রহমতের ছায়ায় আশ্রয় দান করুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com