রবিবার, ১২ মে ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

বরিশাল নগরীকে একটি স্মাট নগরী করার অঙ্গীকার করছি -বিসিসি মেয়র খোকন সেরনিয়াবাত

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

বরিশাল সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত মেয়রের দায়ীত্বভার গ্রহনের পূর্বে অভিষেক অনুষ্ঠানে মন্ত্রী, প্রশাসনিক কর্মকর্তা,নব নির্বাচিত কাউন্সিলর গণ ও সুধি সমাবেশে বলেছেন, অপনাদের সকলের সহযোগীতায় বরিশাল নগরীকে একটি সুন্দর শহর উপহার দেওয়ার ইচ্ছ রয়েছে এই জন্য মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালি করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার হস্তে বরিশাল বিভাগকে উন্নয়ন করার দায়ীত্ত নিয়েছে এই জন্য আমাদের সকলকে প্রধানমন্ত্রীর পাশে আমাদের সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, আপনারা হতাশ হবেন না আবার নিরাশ হবেন না। আমি প্রায় ২শত কোটি টাকা দায় দেনায় আছি আমি মাত্র ১২ কোটি টাকা পেয়েছি এখানে আমি হতাশ হয়নি। আমি বরিশাল নগরীতে কোন ধরনের বৈষম্য রাখব না। আমার কাছ থেকে নগরীর সিনিয়র সিটিজেন সদস্যরা সেবা পাবেন। এই জন্য বরিশাল নগরীকে একটি স্মাট নগরী ও নতুন বরিশাল গড়ার অঙ্গিকার করছি আপনাদের সহযোগীতা আমি আশা করি। মঙ্গলবার (১৪) নভেম্বর বেলা ১১টায় নগর ভবনের সম্মুখ ফজলুল হক এ্যাভিনিয় সড়কের অস্থায়ী প্যান্ডেলে অভিষেক অনুষ্ঠানের সভাপতি বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে তিনি একথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল সদর (৫) আসনের সংসদ সদস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, বরিশাল (২)বানারীপাড়া-উজিরপুর আসনের সংসদ সদস্য শাহে আলম, বরিশাল (৪) হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেব নাথ। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন মিসেস মেয়র লুনা আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক গৌরনদী-আগৈলঝাড়া সহ বানারীপাড়া-উজিরপুর আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস,বরিশাল মেট্রোপালিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম,বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, র‌্যাব (৮) অধিনায়ক মেজর জাহাঙ্গীর, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম, ইতিহাসবীদ সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদ। অভিষেক অনুষ্ঠান শেষে মেয়র খোকন সেরনিয়াবাত নগর ভবনের মেয়র কক্ষে গিয়ে নিজ আসন চেয়ারে বসে বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের এগিয়ে দেওয়া দায়ীত্বভার গ্রহন করার রেজিষ্ট্রি খাতায় স্বাখর করে দোয়া-মোনাজাত করা হয়। পরে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম প্রথমে মেয়রকে মিষ্টি মুখ করার পরপরই মিসেস মেয়র লুনা আব্দুল্লাহ মেয়রকে মিষ্টি মুখ করারন। নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের অভিষেক ও দায়ীত্বভার গ্রহন অনুষ্ঠানে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. জাহাঙ্গীর হোসাইন,বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সদ্য বিদায় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, ভারপ্রাপ্ত প্যানেল মেয়র ও নির্বাচিত কাউন্সিলর নঈমুল হোসেন লিটু, সাবেক প্যানেল মেয়র ও আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন, সাবেক ও সদস্য নির্বাচিত কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিরোধী দল বিএনপি-জামাতের সাথে রাজপথে লড়াই করা সেই সকল আওয়ামী ঘড়ানার কোন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন না। এর পূর্বে সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মেয়র সমর্থিত আওয়ামী লীগের এক অংশ ও নব নির্বাচিত কাউন্সিলর গণ বিভিন্ন প্লেকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে অভিষেক অনুষ্ঠানের র‌্যালি সহকারে আসে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com