সোমবার, ১৩ মে ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
শ্রীমঙ্গলে পথে-প্রান্তরে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া জগন্নাথপুরে রাণীগঞ্জ সেতু নিয়ে মিথ্যাচারে এলাকাবাসীর ক্ষোভ দুই যুগ ধরে কুইচা বিক্রি করে চালাচ্ছেন সংসার শতভাগ পাস : পলাশবাড়ী হোপ ইন্টারন্যাশনাল স্কুলের সাফল্য ফরিদপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা তারাকান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ নিরাপদ সড়ক চাই দাউদকান্দি সেরা সংগঠনের পুরস্কারে ভূষিত মৌলভীবাজারে প্রতীকী শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে ঘড়–য়া গ্রামের পন্ডিত সারদা-অন্নদা শহীদ দিবস পালণ সাদা মনের মানুষ আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব আঃ হক গাইবান্ধায় রেলের যাত্রীসেবা বাড়াতে বাদিয়াখালি রেলস্টেশনের উন্নয়ন কাজের উদ্বোধন

পার্বতীপুরে রেলওয়ের লিজকৃত সম্পত্তি জবরদখলের পায়তারা

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর ব্যুারো চীফ
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খয়েরপুর হাটে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নেওয়া ১একর সাতষট্টি শতক সম্পত্তি জোরপুর্বক দখলের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। এই ঘটনা প্রতিকার চেয়ে জমির মালিক সাজেদুর রহমান বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পুর্ব হোসেনপুর সিঙ্গাদারপাড়া গ্রামের আলহাজ্ব শাহাজান আলীর ছেলে সাজেদুর রহমান গত ২০জুলাই ২০২০সালে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ১একর সাতষট্টি শতক কৃষি জমি লিজ নিয়ে চাষাবাদ করা সহ সেখানে বনজ ও ফলজ বৃক্ষ রোপন করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। কিন্তু সম্প্রতিকালে স্থানীয় প্রভাবশালী ও এলাকার ত্রাস মাহাফুজুল আলম চৌধুরী, শাহ আলম, আকরাম হোসেন, মো: বক্কর মিয়া, ওবায়দুল হক, মমতাজ আলী সহ আরো অনেকে পুর্ব শত্রুতার জের ধরে সাজেদুর রহমানের লিজকৃত জমি দখল করার উদ্দেশ্যে লিজকৃত জমির গাছপালা উফড়ে ফেলে এবং ফসল নষ্ট করে সেখানে একটি স-মিল স্থাপন করাসহ ছাগলের হাট বসিয়ে জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। এমতাবস্থায় জমির মালিক ওই ঘটনার প্রতিবাদ করলে সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাকে দফায় দফায় পিটিয়ে জখম করে এবং প্রাণনাশের হুমকী দিয়ে কোণঠাসা করে রাখে। যার ফলে সাজেদুর রহমান নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়। এবিষয়ে গতকাল বুধবার দুপুরে সরেজমিনে গেলে ভুক্তভোগী সাজেদুর রহমান সাংবাদিকদের বলেন, আমার লিজকৃত জমি বেদখল হওয়ার আশংকায় আমি বাংলাদেশ রেলেওয়ে কর্তৃপক্ষের দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছি। অভিযোগ দাখিলের পর রেল কর্তৃপক্ষ কানুন-গো জিয়াউল হক বাদী হয়ে সরকারী জমি উদ্ধারের ব্যাপারে গত ১১মে ২০২২সালে পার্বতীপুর মডেল থানায় মাহাফুজুল হক চৌধুরী সহ ১০জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের পর দুর্বৃত্তরা আরো বেপরোয়া হয়ে ওঠে। তাদের ভয়ে আমি পরিবার পরিজন নিয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এই সুযোগে তারা আমার লিজকৃত জমি দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এদিকে এই মামলার প্রধান আসামী ভুমিদস্যু মাহাফুজুল হক চৌধুরীর সাথে গতকাল দুপুরে ০১৭৪০৯০৩৮১২ এই নাম্বারে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ফলে তার কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com