বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

লোহাগাড়ায় ইউএনও শরীফ উল্যাহদর বিদায় ও নতুন ইউএনও মোঃ ইনামুল হাছানকে বরণ

দেলোয়ার হোসেন রশিদী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম
  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহর বিদায় সংবর্ধনা এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুুহাম্মদ ইনামুল হাছানের বরণ অনুষ্ঠান গত ১৬ নভেম্বর সকালে লোহাগাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও শরীফ উল্যাহ এবং নবাগত ইউএনও মুুহাম্মদ ইনামুল হাছান। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল আলম, উপজেলা পিআইও মাহবুব আলম শাওন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল শুক্কুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন, পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, আধুনগর ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলার কর্মরত সকল কর্মকর্তাবৃন্দরা। অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনও শরীফ উল্যাহ এবং নবাগত ইউএনও মুুহাম্মদ ইনামুল হাছানকে সম্মাননা প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com