সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের মাটি ইটভাটায় ব্যবহারের অভিযোগ বরিশালে ৮ ঘন্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল শুরু : অতিরিক্ত পুলিশ মোতায়েন আপনাদের সহায়তায় সুস্থ জীবন চাই শ্রীমঙ্গলে সদ্যপ্রতিষ্ঠিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবের মিছিল সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবীতে ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল বাবা ছিলেন বাসচালক মা দরজি, ছেলে লন্ডনের মেয়র ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতের মনোনয়ন বাতিল হাওরের প্রায় শতভাগ ধান কাটা শেষ অপারেশনের নামে ‘টর্চার সেলে’ পৈশাচিক আনন্দ পেতো মিল্টন: হারুন

মাইলস্টোন কলেজে নবনির্মিত কামালউদ্দিন সেমিনার হলের উদ্বোধন

শাহ বুলবুল:
  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে উদ্বোধন করা হয়েছে নবনির্মিত কামালউদ্দিন সেমিনর হল। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে নবনির্মিত সেমিনার হলটির নামকরন করা হয়েছে প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া’র নামে। শিক্ষাপ্রিয় মানুষ মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে কর্মজীবন অতিবাহিত করেছেন। সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন উপাধ্যক্ষ, জ্যেষ্ঠ উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ পদে। মাইলস্টোন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়ার অনন্য পরিচয় তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার সহোদর। গত ১৬ নভেম্বর ২০২৩, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের নামাঙ্কিত সেমিনার হলের উদ্বোধন করেন লে. কর্নেল (অব.) মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), পরিচালনা পর্ষদের সভাপতি মিসেস মমতাজ বেগম, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম এবং মাইলস্টোন কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি ও শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্যে উঠে আসে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের প্রতিটি সাফল্যের জন্য সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া’র অনন্য ভূমিকার কথা। অনুষ্ঠানের শেষাংশে ছিলো শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে একক ও দলগত আবৃত্তি, গান, নৃত্যের মতো নান্দনিক পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com