সাতক্ষীরায় অর্থকরী ফসল হিসেবে পান চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। অন্যান্য ফসলের পাশাপাশি পান চাষ শুরু করেছেন তারা। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় এ অ লে বেড়েছে পানের আবাদ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে সাতক্ষীরায় ৪ হাজার ৬০০ বিঘা জমিতে পান চাষ হয়েছে। যা গত মৌসুমের তুলনায় ৩০০ বিঘা বেশি।
কৃষি কর্মকর্তারা বলছেন, অর্থকরী ফসল হিসেবে পান চাষে কৃষকের আগ্রহ বেড়েছে। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ হচ্ছে সাতক্ষীরার পান। সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামের পানচাষি সুকুমার ও সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের রঞ্জন ম-ল জানান, ৭-৮ বছর ধরে পান চাষ করছেন তারা। চলতি মৌসুমে তিন বিঘা জমিতে পান লাগিয়েছেন। খরচ বেশি হলেও পান অত্যন্ত লাভজনক ফসল। গত বছর একই পরিমাণ জমিতে পান উৎপাদন করে ৩ লাখ টাকার বেশি লাভ হয়েছে দুজনের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পান একটি অর্থকরী ফসল। অন্য ফসলের তুলনায় এর উৎপাদন খরচ বেশি হয়। এরপরও পরিকল্পিতভাবে চাষ করতে পারলে খুবই লাভজনক। দেশের বাজারে পানের যেমন চাহিদা, তেমনি বিদেশেও বাংলাদেশি পানের চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে বছরে উল্লেখযোগ্য পরিমাণ পান রপ্তানি হয়।