বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

নির্দলীয় সরকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: এবি পার্টি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

দেশে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির নেতারা। গতকাল রোববার বিকেল ৩টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে হরতালের সমর্থনে জনবিক্ষোভ কর্মসূচি শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন দলটির নেতারা।
এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এর সভাপতিত্বে জনবিক্ষোভ ও সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, এই ফ্যাসিবাদী সরকার গোটা দেশকে একটি সংঘাত সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। একতরফা একটা সাজানো প্রহসনের নির্বাচন করতে নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রাখা হয়েছে। আজ বিরোধী দলের অফিস তালাবদ্ধ করে আওয়ামী লীগ মনোনয়ন বিক্রির উৎসবে মেতে উঠেছে। আমরা মেরুদ- বিহীন এই নির্বাচন কমিশনের অবিলম্বে পদত্যাগ চাই, এই অবৈধ সরকারের অবিলম্বে পদত্যাগ চাই। দেশে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
মজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচন কমিশনের একতরফা নির্বাচন আয়োজন ও আওয়ামী লীগ নেতাদের উল্লাস দেখে জনগণ খুব মজা পাচ্ছে। প্রতিপক্ষ ছাড়া খালি মাঠে খেলার মধ্যে যারা আনন্দ পায় তাদের রাজনৈতিক দৈন্যতা দেখে করুণা প্রকাশ ছাড়া আর কিছু বলার নাই। তিনি আওয়ামী লীগ নেতাদেরকে তথাকথিত শান্তি সমাবেশের নামে ভীতি উৎপাদন ও সন্ত্রাসী তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের অবস্থা দেখে মনেহচ্ছে আপনারা নব্য আওয়ামী অশান্তি বাহিনী। তিনি এই আওয়ামী অশান্তি বাহিনীর হাত থেকে জাতিকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণবিপ্লবে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।

জনবিক্ষোভে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির, উত্তরের সদস্যসচিব ফিরোজ কবির, দক্ষিণের যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, যুবপার্টি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক হাদিউজ্জামান খোকন, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স, যুবপার্টির যুগ্ম সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা, সুলতানা রাজিয়া, নারী নেত্রী আমেনা বেগম, ফেরদৌসী আক্তার অপি, মহানগর উত্তরের সংগঠক সেলিম খান, আব্দুর রব জামিল, সাবেক ছাত্রনেতা রিপন মাহমুদসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com