রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

অর্থাভাবে সাংবাদিক পুত্র রিহানের বিদেশে অস্ত্রোপচার হচ্ছে না

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

শিশু রাগিব ইশরাক রিহান জন্মগত রক্তনালীর অস্বাভাবিক গঠনে শ্বাসকষ্টে ভূগছেন। বয়স ২২ মাস প্রায়। শিশুটির বাবা ইখতিয়ার উদ্দীন আজাদ সাংবাদিকতা পেশার সাথে নিয়োজিত আছেন। তিনি নওগাঁর পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তাঁর একমাত্র শিশুপুত্র বর্তমানে রাজধানী ঢাকায় অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিতাল লিঃ এর নবজাতক, শিশু ও স্টাকচারাল ইন্টারভেনশাল কার্ডিওলজিস্ট এবং ইনটেনসিভিন্ট ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক নুরুন নাহার ফাতেমা (অবঃ) এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন শিশু রিহান। তিনিসহ অন্যান্য চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির রক্তনালির অপারেশন জরুরি। এজন্য ইন্ডিয়ার বেঙ্গালুরুতে নিয়ে কার্ডিয়াক সার্জন ডা: দেবী প্রসাদ শেঠির নিকট অপারেশন করতে পরামর্শ দিয়েছেন। এতে চিকিৎসা বাবদ দশ (১০) লক্ষাধিক টাকার প্রয়োজন। কিন্তু শিশুটির চিকিৎসা ব্যয় করানো দরিদ্র পরিবারের একার পক্ষে সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, ইতোমধ্যে পাসপোর্ট সম্পন্ন হয়েছে ও ভারতীয় ভিসা প্রক্রিয়াধীন রয়েছে। তাই সমাজের স্বচ্ছল ব্যক্তি, সামাজিক সংগঠন কিংবা দেশি-বিদেশী দাতা সংস্থা’র মাধ্যমে আর্থিক সহযোগিতা প্রয়োজন। সহৃদয়বান ব্যক্তিরা শিশু রিহানের সুচিকিৎসায় এগিয়ে আসুন। সাহায্য পাঠাতে যোগাযোগ করুণ ও বিকাশ (পারসোনাল) নম্বর: ০১৭২৮৬৩৭৪৪০ (শিশুর পিতা)। ইখতিয়ার উদ্দীন আজাদ, হিসাব নং-০০২০৭৭০৮৬, সোনালী ব্যাংক লি: পত্নীতলা শাখা, নওগাঁ। হিসাব নং-১১৮০১২১২২৪৩৭৮৬৮, মার্কেন্টাইল ব্যাংক লি: নজিপুর শাখা, নওগাঁ। হিসাব নং-এফ-২৭২০, ইসলামি ব্যাংক লি: নজিপুর শাখা, নওগাঁ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com