ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি। পরে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের ওপর শুনানি হয়। সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী শিবাস দাশ বলেছেন, আদালতের হাজতখানার পাশে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় আমি ভয়ে দৌড় দেই। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা আমি দেখতে পাইনি।
মিরপুরে বিআরটিসি বাসে আগুন: বিএনপি ঘোষিত ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর-১০ এলাকায় একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে। মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার জসিমউদ্দীন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আজ দুপুর ২টা ৩৫ মিনিটে মিরপুর-১০ নম্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়া হয় বলে আমাদের কাছে খবর আসে। পরে আমাদের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নির্বাপণ করে। এর আগে, সকালে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, রোববার সকাল থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ১৬টি আগুন লাগার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। এ সময়ের মধ্যে ১৮টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ডিপোতে রাখা শ্যামলীর দুই ও হানিফের এক বাসে আগুন: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে নিজস্ব ডিপোতে পার্ক করে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) ভোর ৪টায় কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। কীভাবে তিনটি বাস আগুনে পুড়েছে তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে হরতাল সমর্থকরা এ আগুন দিয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দুটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চলাচল করতো।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বাংলা ট্রিবিউনকে বলেন, সাতকানিয়ায় তিনটি বাসে আগুন লেগেছে। ভোর ৪টা ৫ মিনিটে আমরা খবর পেয়েছি। আমাদের দুটো ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তদন্তের পর তা জানা যাবে। সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ভোর ৪টায় নিজস্ব ডিপোতে রাখা তিনটি বাস আগুনে পুড়েছে। সেখানে পাহারাদার ছিল। তারাও আগুন লাগার বিষয়ে কিছু বলতে পারছে না। কীভাবে আগুন লেগেছে তা আমরা তদন্ত করে দেখছি।