গাজীপুর টঙ্গীতে ৫৪নং ওয়ার্ডের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সমাজ কল্যাণ ও নিরাপত্তা পরিষদের উদ্দ্যোগে গাজীপুর টঙ্গীর ৫৪নং ওয়ার্ডের সফিউদ্দিন সরকার একাডেমি রোড, কলেজ রোড ও পৌরসভা রোড অন্তর্গত জোন-০৩ এর সমাজ কল্যাণ ও নিরাপত্তা পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাতে (২৫ নভেম্বর) সফিউদ্দিন সরকার একাডেমি রোডের নাবা টাওয়ার ভবনের দ্বিতীয় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আব্দুল খালেক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাসিক ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: বিল্লাল হোসেন মোল্লা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪নং ওয়ার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকার সার্বক্ষণিক নিরাপত্তার জন্য জোন ভিত্তিক কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিক প্রক্রিয়ায় কলেজ রোড ও সফিউদ্দিন রোডে- বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনকে সভাপতি ও আলহাজ্ব শামসুল আলম ভুইয়াকে সাধারণ সম্পাদক করে, ১নং সাংগঠনিক সম্পাদক হিসেবে শাওন বাবুকে রেখে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী মো. বিল্লাল হোসেন মোল্লা বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪ নং ওয়ার্ডকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকার সার্বক্ষণিক নিরাপত্তার জন্য জোনভিত্তিক কমিটি গঠন ধারাবাহিক প্রক্রিয়া কলেজ রোড, সফিউদ্দিন রোড, পৌরসভা রোডে নিরাপত্তার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। এছাড়াও আমি আমার নির্বাচনী ওয়াদা মোতাবেক ৫৪নং ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আবর্জনা মুক্ত যানযট মুক্ত একটি মডেল নগরী গড়তে সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন, আমি আমার এ পাঁচটি বছর নির্বাচনী ওয়াদা মোতাবেক কাজ করে যাব। এ সময় একটি আদর্শ ও মডেল ওয়ার্ড গড়তে প্রতিশ্রুতি দেন তিনি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান। ভাই ভাই কল্যাণ সমিতির সভাপতি মতিউর রহমান মতি। টঙ্গী পশ্চিম থানা তাঁতীলীগের সভাপতি মোঃ সিরাজুল হক, নিউ ব্রোন স্কুল এর পরিচালক জন্টু, অ্যাডভোকেট আরাফাত রহমান লিটু, ওয়ার্ড যুবলীগের নেতা আক্তার সরকার, মো. মোস্তাকিম রহমান নাহিদ, আহসান উল্লাহ বকশী, আব্দুল্লাহ আল নোমান ও এলাকার গন্যমান্য মুরুব্বীগণ, এ সময় উপস্থিত সকলে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ়তা ব্যক্ত করেন।