সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শাহজালাল মহাবিদ্যালয় কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ শিক্ষার্থী ও উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া মাদ্রাসা এবং আলজান্নাত ইসঃ এডুঃ ইন্সঃ থেকে জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী। উপজেলায় এবার ৭টি জিপিএ-৫ এসেছে। এইচএসসি পরীক্ষায় ফলাফলের পাশের হার ৬৪.৯৫। আলিম পরীক্ষায় পাশের হার হল ৯৩.৩০। জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলায় ১০টি কলেজ থেকে ১ হাজার, ৯শত ৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১ হাজার ২শত ৩৮ জন পরীক্ষার্থী। ১০টি কলেজের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান শাহজালাল মহাবিদ্যালয় কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছ ৫জন। এদিকে ৭টি মাদ্রাসা থেকে ৪শত ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩শত ৭৬ জন। ৭টি মাদ্রাসার মধ্যে হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া মাদ্রাসা ও আলজান্নাত ইসঃ এডুঃ ইন্সঃ থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন।