বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে রিডিং অ্যান্ড রাইটিং হসপিটালে উপকরণ বিতরণ করলো আলোয় আলো প্রকল্প

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিডিং এন্ড রাইটিং হসপিটাল এর উপকরণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে সংস্থার আলোয়-আলো প্রকল্পের মাধ্যমে শ্রীমঙ্গলের ২২ টি এবং কমলগঞ্জের ১০ টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৩২ টি বিদ্যালয়ে “রিডিং এন্ড রাইটিং হসপিটাল” পরিচালনার জন্য বর্ণ শেখার লুডু, শব্দ শেখার লুডু, শিক্ষক ও শিক্ষার্থীদের ম্যানুয়াল, পোষাকসহ প্রয়োজনীয় উপকরণসমুহ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জ্যোতিষ রঞ্জন দাশ , সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জহর তরফদার, ব্রেকিং দ্য সাইলেন্সের লিডার প্রকল্পের সমন্বয়কারী পারভেজ কৈরীসহ শ্রীমঙ্গলের ২২ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপকরণসমূহ গ্রহণ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, এই কাজের সত্যিকারের প্রশংসার দাবিদার হলেন শ্রীমঙ্গল উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। তিনি উপকরণগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরী করার উপর বেশি গুরুত্ব দেন।
তিনি আরো বলেন আগামী বছরের ফেব্রুয়ারী মাসের মধ্যে শিক্ষার্থীদের অগ্রগতির একটি মূল্যায়ন করা হবে। রিডিং এবং রাইটিং হসপিটাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূরীকরণ এবং পঠন ও লিখন দক্ষতা বৃদ্ধির জন্য একটি অভিনব পদ্ধতি উল্লেখ করে তিনি এই উদ্যোগে শামিল হওয়ার জন্য আলোয় আলো প্রকল্পের দাতা সংস্থা চাইল্ডফান্ড কোরিয়া, এডুকো এবং বাস্তবায়নকারী সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com