সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

অবরোধে গণপরিবহন কম রাজধানীতে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী দশম দফায় ৪৮ ঘণ্টাব্যাপী সর্বাত্মক অবরোধ চলছে। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দশম দফায় ৪৮ ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করা হবে। এদিকে অবরোধের কারণে রাজধানীতে গণপরিবহন কম চলাচল করছে। তবে সড়কে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও রিকশা চলছে চোখে পড়ার মতো।
এর আগে গত মঙ্গলবার এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুমও একই কর্মসূচি পালনের ঘোষণা দেন।
এর আগে গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢাকার মহাসমাবেশ বানচাল হয়ে যাওয়ার পর থেকে দফায় দফায় কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরইমধ্যে নবম দফায় অবরোধ কর্মসূচি শেষ হয় গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬টায়। একদিন বিরতি দিয়ে বুধবার ভোর থেকে দশম দফার অবরোধ শুরু করল দলটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com