গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।
তিনি বলেন, কারাগারে মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পৌঁছানোর পর যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়। আজ বেলা পৌনে ১২টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। গত সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদীর আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
২০২১ সালের ২৪ মে বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে হামজাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির একটি দল। এর পর থেকে তিনি কারাগারেই ছিলেন। অবশেষে দুই বছর ছয় মাস ১৪ দিন অর্থাৎ ৯২৫ দিন পর কারামুক্ত হলেন মুফতি আমির হামজা।