একমাত্র মৃত্যুই পারে নির্বাচন থেকে সরাতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম সাভার-আশুলিয়া। চায়ের দোকান থেকে সব স্থানে নির্বাচন নিয়ে শুরু হয়েছে জল্পনা। এরই মাঝে বোমা ফাটালেন ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেছেন একমাত্র মৃত্যুই পারে নির্বাচন থেকে সরাতে। তিনি এমন কথা বলেন, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে সাভার-আশুলিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। স্বতন্ত্রপ্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমি বিভিন্ন লোকের মাধ্যমে গুজব শুনতে পাচ্ছি। আমার নেতাকর্মীদের বিভ্রান্ত করতে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। যারা এসব গুজব ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, একমাত্র মৃত্যু ছাড়া আমাকে এই নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না। আমি আমার জীবনে কোনো অন্যায়কারীর সঙ্গে আপোস করিনি। ভবিষ্যতে করার প্রশ্নই উঠে না। গুজবকারীদের বলতে চাই, আপনারা যদি আমার সঙ্গে নির্বাচন করতে ভয় পান, তাহলে আপনারা নির্বাচন থেকে সরে যান। আপনারা গুজব ছড়াবেন না। তিনি বলেন, নেতার্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা গুজবে কান দেবেন না। আমার কর্মী সমর্থকদের আরও বলতে চাই, আপনাদের সঙ্গে আমার দূরত্ব সৃষ্টি করার জন্য, নিজেদের মধ্যে কোন্দল বাড়ানোর জন্য ষড়যন্ত্রের অপচেষ্টা চলছে। কেউ ষড়যন্ত্র ও গুজবে কান দেবেন না। আপনারা প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে কাজ করে যাবেন। এসময় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।