শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি ও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়শনের বার্ষিক সম্মেলন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

গতকাল বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি ও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়শনের বার্ষিক সম্মেলন- ২০২৩ অলিম্পিক ভবন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, ওয়াল্টন অডিটোরিয়াম, গুলিস্তান, ঢাকায় অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি “বিজয় দিবস বক্সিং শোডাউন” টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি (বিপিবিএস) ও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন (বিপিবিএ) এর সহ-সাধারণ সম্পাদক আর কে মন্ডল (রবিন) এর সঞ্চালনায় ২০২৩ চতুর্থ সম্মেলনে এই তথ্য জানান, সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান।
তিনি আরো জানান যে, আগামী মে মাসে বক্সিং এর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রফেশনাল বক্সিং লিগ-বিবিএল আয়োজন করবে। এসময় বিপিবিএস ও বিপিবিএ এর প্রধান উপদেষ্টা এবং আওয়ামিলীগের উপদেষ্টা মণ্ডলীর সিনিয়র সদস্য ও আওয়ামিলীগের ক্রিড়া বিষয়ক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজাফফর হোসেন পল্টু, সহ-সভাপতি মোহাম্মদ আলীমুল্লাহ খোকন, আনিসুজ্জামান, কবির হোসেন, মাসুম বিল্লাহ সহ সোসাইটির অন্যান্য কর্মকর্তা ও গুণীজনেরা উপস্থিত ছিলেন।
তিন বছরের কঠিন যাত্রায় বিপিবিএস ও বিপিবিএ ৩৩টি ইভেন্ট আয়োজন করে দেশে এবং বিদেশে প্রশংসিত হয়েছে।
সংগঠনটি আগামী বছর ২০২৪ সালের নভেম্বরের মধ্যে বক্সিং কিংবদন্তি ওয়ার্ল্ড ফেমাস মাইক টাইসনকে বাংলাদেশে আনার উদ্যোগ হাতে নিয়েছে বলে জানা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com