মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা আয়োজিত মহানগরী জোন আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রীরা একক ও দলগতভাবে অর্জন করেছে ৯টি পুরস্কার। বালকদের লং জাম্পে প্রথম স্থান, ২০০ মিটার দৌড় ও চাকতি নিক্ষেপে তৃতীয় স্থান। বালিকাদের লং জাম্পে প্রথম স্থান।
১০০ মিটার, ২০০ মিটার ও রিলে দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করে মাইলস্টোন কলেজের ছাত্রীরা। দলগতভাবে ভলিবল দল তৃতীয় স্থান এবং অ্যাথলেটিকস প্রতিযোগিতায় মহানগরী জোনে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে মাইলস্টোন কলেজ। মহানগরী জোন আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় বিজয়ী এবং অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা আয়োজিত মহানগরী জোন আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩Ñ২০২৪’র সমাপনী অনুষ্ঠান হয় গত ৬ ডিসেম্বর। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।