বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

বার্সেলোনায় শীর্ষ জনপ্রিয় নাম ‘মোহাম্মদ’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

ইউরোপের দেশ স্পেনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর বার্সেলোনায় ‘মোহাম্মদ’ নামটি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। সেখানকার ১৩ হাজার ৩২৬ জনের নাম মোহাম্মদ। গত সপ্তাহের শুরুতে (৩ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মুবাশির বিষয়টি নিশ্চিত করেছে। আলজাজিরা আরো জানিয়েছে যে শুধু বার্সেলোনাতে নয়; বরং পুরো স্পেনজুড়েই মোহাম্মদ নামটি জনপ্রিয় হচ্ছে। বর্তমানে দেশটিতে মোহাম্মাদ নামে অন্তত ৬৬ হাজার ৩৪০ জন লোক রয়েছেন। পুরুষদের জনপ্রিয় নামের তালিকায় মোহাম্মদ নামটি ৬৫তম অবস্থানে রয়েছে। স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, স্পেনে অন্য জনগোষ্ঠীর তুলনায় মুসলিমদের জন্মহার অনেক বেশি, বিশেষত আলমেরিয়া প্রদেশে আদিবাসীর তুলনায় বিদেশীদের সংখ্যা বাড়ছে। সেখানে স্থানীয়দের জন্মহার ৩.৩ শতাংশের বিপরীতে বিদেশীদের জন্মহার ১৯.৩ শতাংশ। চলতি বছরের প্রথম তিন মাসে এখানে দুই হাজার ৪০টি শিশু জন্মগ্রহণ করে, যার মধ্যে স্থানীয় রয়েছে মাত্র ২৯৮টি এবং বিদেশী এক হাজার ৭৪২টি। স্প্যানিশ সংবাদপত্র দি অবজেক্টিভ জানিয়েছে, স্পেনে মোহাম্মদ নামটি একমাত্র বিদেশী শব্দ, যা বিভিন্ন শহরে প্রসিদ্ধ নামের তালিকায় স্থান করে নিয়েছে এবং বার্সেলোনায় শীর্ষস্থান লাভ করেছে। এর আগে এখানে জনপ্রিয় নাম ছিল আরনাউ, যা বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। বর্তমানে নামটি রেখেছে ১৩ হাজার ২৪৪ জন।
এরপর রয়েছে জেরার্ড ও সেরগি, যা যথাক্রমে ১৩ হাজার ১৮৪ ও ১৩ হাজার ১৪৬ জন রেখেছে। আর স্পেনের অন্য শহরগুলোর মধ্যে মাদ্রিদে সাত হাজার জন, মুরসিয়াতে তিন হাজার ৪৪৭ জন, গিরোনায় তিন হাজার ৬৮৮ জন এবং আলমেরিয়াতে তিন হাজার ৬০০ জন মোহাম্মদ নাম রেখেছে।
মোহাম্মদ নামটি এশিয়া অ লে খুবই পরিচিত নাম। গত এক দশক ধরে নামটি যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয় নামের শীর্ষে রয়েছে। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের (ওএনএস) তথ্য মতে, গত এক দশকের বেশি সময় ধরে মোহাম্মদ নামটি যুক্তরাজ্যে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে। একইসাথে গত বছর আয়ারল্যান্ডের একটি শহরে মোহাম্মদ নামটি জনপ্রিয় নামের শীর্ষে ছিল। ফ্রান্সে প্রতি পাঁচ নবজাতকের মধ্যে একজনের নাম মোহাম্মদ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও নামটি খুবই জনপ্রিয়। ইসলাম ধর্মের শেষ নবীর নাম মোহাম্মদ সা:। তাঁর ওপর অবতীর্ণ পবিত্র কোরআনে নামটির উল্লেখ আছে। তার নামানুসারে অনেক ছেলেশিশুর নাম মোহাম্মদ রাখা হয়। আরবি ভাষায় মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। এছাড়া হাদিসে সুন্দর ও অর্থবহ নাম রাখতে উৎসাহ দেয়া হয়েছে। আবু দারদা রা: থেকে বর্ণিত, রাসূল সা: বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম ও তোমাদের পিতাদের নামে ডাকা হবে। অতএব তোমরা সুন্দর নাম নির্বাচন করো। (আবু দাউদ, হাদিস নম্বর : ৪৯৪৮) সূত্র : আলজাজিরা মুবাশির




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com