মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফুসফুস ক্যানসারের ৫ লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ জামিন পেয়েছেন পরীমনি ইসলামে সম্পদ বণ্টনের মূলনীতি শাহজাদপুরে গো-খাদ্যের দাম বেশি হওয়ায় লোকসানে খামারীরা পার্বত্য ভিক্ষুসংঘের উপসংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর সাথে সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষাৎ সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ভিসা’র স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর ৫ আগস্টের পর বিএনপি আরও শক্তি নিয়ে জেগে উঠেছে: চরফ্যাশনে যুবনেতা নয়ন ক্রীড়া-সংস্কৃতির মাধ্যমে দেশ-বিদেশে সম্মান বৃদ্ধি করা যায়-মিজানুর রহমান (ইউএনও) সলঙ্গায় উপজেলা চাই দাবিতে মানববন্ধন তাড়াশে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আসছে শৈত্যপ্রবাহ, কবে জেঁকে বসবে শীত?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

উত্তরা লসহ দেশের বিভিন্ন স্থানে আগামী এক-দুই দিনের মধ্যে জেঁকে বসতে পারে শীত। তবে রাজধানী ঢাকায় পুরোদমে শীতের অনুভূতি পেতে অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। এমন আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা বলছেন, আকাশ ক্রমে মেঘমুক্ত হচ্ছে। এতে এখন থেকে সামনের দিনগুলোতে তাপমাত্রা কমবে। ফলে শীত আরও বাড়তে পারে। কয়েকদিনের মধ্যেই দেশের বিভিন্ন অ লের তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামতে পারে। সেই সাথে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভবনাও রয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড়ের কারণে এবার শীত নামতে দেরি হচ্ছে। তবে ডিসেম্বরের মাঝামাঝি দেশের তাপমাত্রা সর্বনি¤œ ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে। ফলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তিনি বলেন, শনিবার থেকে শীত বাড়তে পারে। ১১ কিংবা ১২ ডিসেম্বর (সোম অথবা মঙ্গলবার) থেকে উত্তরা ল ও পশ্চিমা ল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (১০ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরা ল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শুক্রবার রাতের সর্বনি¤œ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com