বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

বান্দরবানে সর্বক্ষেত্রে মানবতার উজ্জ্বল নক্ষত্র বীর বাহাদুর উশৈসিং

তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মেয়র জহিরুল ইসলাম

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) বান্দরবান জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ পালিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর)সকাল ১০টায় লামা পৌরসভার আলহাজ্ব ইসমাইল স্মৃতি মিলনায়তনে জন প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, নারী নেত্রী,উন্নয়ন কর্মী,সাংবাদিক ও বিভিন্ন পেশা-শ্রেনীর মানুষ অংশ নেন। র্যালি শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বান্দরবান জেলা সভাপতি মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ রাকিব উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা পৌর সভার মেয়র জহিরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য বাখেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লামা প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন,লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়ব আলী প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বান্দরবান সহ তিন পার্বত্য জেলায় সর্বক্ষেত্রে মানবতার উজ্জ্বল নক্ষত্র বীর বাহাদুর উশৈসিং পার্বত্য এলাকায় সন্ত্রাস দমন,শান্তি-শৃঙ্খলা,উন্নয়ন ও মানবাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছেন। এছাড়া নারীর ক্ষমতায়ন, দারিদ্র দূরীকরণ,আর্থসামাজিক উন্নয়ন,সামাজিক নিরাপত্তা কর্মসূচি, খাদ্য নিরাপত্তা,আশ্রায়ন প্রকল্প, স্বাস্থ্যসেবা, শিক্ষার উন্নয়ন, দূর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ অসংখ্য ব্রীজ-কলবার্ড নির্মিত অগ্রগতি ও প্রশংসিত হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com