বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
তীব্র গরমে কালীগঞ্জে বেঁকে গেছে রেললাইন, ট্রেন চলাচল স্বাভাবিক মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী দিদার পাশা জনপ্রিয়তায় এগিয়ে শ্রীপুর পৌরসভার উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে কর্মশালা রায়পুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী আহমেদের কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অব্যাহত পলাশবাড়ীতে প্রচন্ড গরমে ঢোল ভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তরমুজ বিতরণ জুড়ীতে টিলাবাড়ি ক্রয় করে প্রতারিত হওয়ার অভিযোগ আনারসের পাতার আঁশ থেকে সিল্ক কাপড় তৈরির শিল্পকে সর্বাত্মক সহযোগিতা করা হবে-সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি রাউজানে পথচারীদের মাঝে যুবলীগের ফলমূল ও ছাতা বিতরণ

কালীগঞ্জে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি পেলো ৭ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে ওয়াদুল ভূঁইয়া বৃক্তি প্রকল্পের আওতায় ৭ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী ২ লক্ষ ২০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়াও স্থানীয় দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি সামাজিক সংগঠনকে ২ লক্ষ ৯০ হাজার টাকা অনুদানসহ মোট ৫ লক্ষ ১০ হাজার টাকার বৃত্তি ও অনুদান প্রদান করা হয়। জানা গেছে, এ বছর এসএসসিতে স্থানীয় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫% মার্কসপ্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে ৫০ হাজার করে ১ লাখ টাকা প্রদান করা হয় এবং ওই দুই শিক্ষার্থীকে এইচএসসি পর্যন্ত প্রতি বছর ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও মেডিকেলে অধ্যয়নরত এক শিক্ষার্থীকে ৬০ হাজার টাকা প্রদান করা হয়। ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প তাকেও মেডিকেল পাস করা পর্যন্ত তার পড়ালেখার যাবতীয় খরচ চালিয়ে যাবে। অন্যদিকে, মোক্তারপুর ইউনিয়নের বাঘুন উচ্চ বিদ্যালয়কে ১ লক্ষ ৮০ হাজার টাকা, জামালপুর ইউনিয়নের দোলান বাজারের প্রতিভা মডেল হাই স্কুলকে ১ লাখ টাকা বাৎসরিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও ৪ শিক্ষার্থীকে ৬০ হাজার টাকা ও একটি সামাজিক সংগঠনকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। রোববার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার ব্যানবেইজে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের পরিচালক মুহাম্মদ আসাদ উল্লাহ। ট্রাষ্ট্রের ভাইস চেয়ারম্যান নবীউল ইসলাম খানের পরিচালনায় এতে সম্মানিত অতিথি হিসবে বক্তব্য রাখেন উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মনির উদ্দিন আহমেদ। এ সময় ট্রাষ্ট্রি মাশহুদুর রহমান সাজেদ ও মারুফুল হক ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ১৫ বছর ধরে উপজেলার মেধাবীদের শিক্ষা বৃত্তি দিয়ে আসছেন ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com