বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

জামালপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার (জামালপুর)
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

গত ১০ ডিসেম্বর রবিবার সকাল ১০.০০ ঘটিকায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর মোঃ শফিউর রহমান এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির ডিসেম্বর/২০২৩ খ্রিঃ মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য মিডিয়া বান্ধব পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। সভায় জামালপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নিমূল, নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়। এছাড়াও সভায় জেলা পুলিশের নির্মিত রেলওয়ে স্টেশনের নিরাপত্তা ও ঝুঁকি নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এসময় জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com